Ajker Patrika

এ কেমন শত্রুতা

প্রতিনিধি, কালাই (জয়পুরহাট)
আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৫: ২২
এ কেমন শত্রুতা

জয়পুরহাটের কালাইয়ের মাত্রাই ইউনিয়নের কুসুমসাড়া গ্রামের হাফনা মাঠে তিন পিতা–পুত্র মিলে প্রায় দুই বিঘা জমিতে করলার চাষ করেন। এরই মধ্যে গাছগুলোতে ফল ধরা শুরু হয়ছিল। কিন্তু কে বা কারা গতকাল সোমবার রাতের আঁধারে করলাগাছ কেটে ফেলেছে। করলার গাছগুলো কেটে ফেলায় কৃষক মোস্তাফিজুরের চোখে-মুখে এখন হতাশার ছাপ। 

সরেজমিনে জানা গেছে, কৃষক মোস্তাফিজুর তালুকদার প্রায় দুই বিঘা জমিতে করলার চাষ করেন। কিন্তু পুরো দুই বিঘা জমির সব গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা। কিছু গাছে করলা এসেছে, আবার কিছু গাছে ১০-১২ দিনের মধ্যে করলা ধরত বলে জানান তিনি। 

কৃষক মোস্তাফিজুর তালুকদার বলেন, `রাতের আঁধারে আমাদের প্রায় দুই বিঘা জমির করলাগাছ কেটে ফেলেছে। অনেক কষ্ট করে করলা লাগিয়েছিলাম। আর কিছুদিনের মধ্যে বাজারে করলা বিক্রি করতাম। কারও সঙ্গে আমাদের শত্রুতা নাই। আর শত্রুতা থাকলে আমাদের সঙ্গে থাকবে। করলাগাছের সঙ্গে কেন শত্রুতা? গত বছরও এই সময়ে রাতের আঁধারে আমাদের এক বিঘা জমির করলাগাছ কেটে ফেলেছিল দুর্বৃত্তরা।'

কালাই থানার ওসি সেলিম মালিক বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত