Ajker Patrika

বাড়িতে বিপুল পণ্য মজুত, টিসিবির পরিবেশককে জরিমানা

প্রতিনিধি
বাড়িতে বিপুল পণ্য মজুত, টিসিবির পরিবেশককে জরিমানা

রাজশাহী: বাড়িতে বিপুল পরিমাণ পণ্য মজুত করার দায়ে রাজশাহীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একজন পরিবেশককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ তাঁকে এ জরিমানা করেন।

এই পরিবেশকের নাম মোস্তাক আহমেদ কাজল। তাঁর প্রতিষ্ঠানের নাম মেসার্স কাজল ব্রাদার্স। নগরীর ঘোড়ামারা রেশমপট্টি এলাকায় তাঁর বাড়ি। কাজলের বাড়ির সঙ্গেই তাঁর একটি দোকান আছে। দোকানটি চালান তাঁর স্ত্রী। গত ২৯ এপ্রিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হাসান-আল-মারুফ কাজলের বাড়ি ও দোকানে অভিযান চালান।

এসময় কাজলের বাড়ি থেকে ১ হাজার ৫২০ লিটার সয়াবিন তেল, ৩৫০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল ও ২০০ কেজি ছোলা জব্দ করা হয়। জিনিসগুলো জব্দের পর টিসিবির আঞ্চলিক কার্যালয়ের প্রধান রবিউল মোর্শেদ বলেন, ট্রাকে করে বিক্রির জন্য আটদিন আগে কাজলকে এসব মালামাল দেওয়া হয়। খোলাবাজারে বিক্রি করলে এতদিন পর এত বেশি পণ্য তাঁর বাড়িতে থাকার কথা না। তিনি অনৈতিকভাবে এসব পণ্য রেখেছেন।

সেদিন শুনানির জন্য ভোক্তা অধিকারের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়। আজ সোমবার ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ে শুনানি হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, নির্ধারিত দিনে মোস্তাক আহমেদ কাজল তাঁদের কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের বক্তব্য উপস্থাপন করেন। তিনি বাড়িতে পণ্য রাখার যুক্তিসঙ্গত, আইনগত ও সুস্পষ্ট কোনো কারণ দেখাতে পারেননি। তাঁর বিরুদ্ধে পণ্য মজুতের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাঁর বাড়ি থেকে জব্দ করা সব পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত