Ajker Patrika

ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে ছবি পোস্ট, ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৩: ৪২
ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে ছবি পোস্ট, ৭ বছরের কারাদণ্ড

রাজশাহীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে ছবি পোস্ট করার মামলায় সুজন মহন্ত (৩৭) নামে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামি সুজন মহন্ত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি সুজন তাঁর ফেসবুকে পবিত্র কাবাঘরের ছবি আপত্তিকরভাবে এডিট করে পোস্ট করেন। এতে তিনি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। বিষয়টি নজরে এলে রাতেই পাঁচবিবি থানার পুলিশ সুজনকে আটক করে। ওই সময় তাঁর মোবাইল ফোন জব্দ করে এসংক্রান্ত সব তথ্য পাওয়া যায়। ফলে পরদিন সুজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে পুলিশ।

ইসমত আরা আরও বলেন, মামলার বিচার চলাকালে সুজনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত