প্রতিনিধি, জয়পুরহাট

জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার চিঠিটি হাতে পেয়েছেন বিচারক। চিঠিতে হুমকিদাতারা নিজেদের তালেবান বলে পরিচয় দিয়েছে।
একই দিনে টাঙ্গাইলে জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিনকেও হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে এ চিঠিতে হুমকিদাতা নিজেদের শুধু ‘জঙ্গি সংগঠনের লোক’ বলে পরিচয় দিয়েছে।
জয়পুরহাটে বিচারককে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা তালেবান গোষ্ঠী। আফগানিস্তানের মতো অতি শীঘ্রই বাংলাদেশ দখল হবে।’ আরও লেখা হয়, ‘আমেরিকাকে আমরা টাইম দিইনি। এ তো সাধারণ বাংলাদেশ মাত্র। বাংলাদেশের ২৫ সদস্য আফগানিস্তানে রহিয়াছে। এ ছাড়া বাংলাদেশে আছি ৫৫ হাজার।’
আদালতে বিচারক ও আইনজীবী সবাইকে কালো পাগড়ি পরতে হবে জানিয়ে চিঠিতে বলা হয়, ‘এ কথা অথবা আদেশ অমান্য করিলে বিরাট সমস্যা হবে। পরিশেষে জীবনটা হারাবেন।’
বিচারকদের উদ্দেশে বলা হয়, ‘কথায় কথায় মেয়েরা মামলা করে, এদের প্রশ্রয় দিবেন না। তালেবান রাষ্ট্র নেওয়ার পর নারী অধিকার খর্ব করা হবে। বেপরোয়াভাবে নারীরা চলতে পারবে না।’
এই চিঠি পাওয়ার পর বিচারক রুস্তম আলী বিষয়টি জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাকে জানান।
জানতে চাইলে এসপি মাছুম আহাম্মদ ভূঞা গতকাল আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
টাঙ্গাইলে বিচারককে হুমকি দিয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘আমরা যখন যাকে টার্গেট করি তখন তাকে ছলেবলে কৌশলে হত্যা করি। এটাই আমাদের পেশা। এবার আপনাকে হত্যা করার পালা। কারণ, আপনি নারী ও শিশু কোর্টে আসার পর থেকে এ পর্যন্ত অনেক মামলার রায় দিয়েছেন। তাতে আমাদের লোকজনের খুব বড় ধরনের ক্ষতি হয়েছে।’
বিচারক খালেদা ইয়াসমিন গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘চিঠিটি পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের লোকজন নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি।’
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে বিচারক খালেদা ইয়াসমিন ও তাঁর পরিবারের লোকজনদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার চিঠিটি হাতে পেয়েছেন বিচারক। চিঠিতে হুমকিদাতারা নিজেদের তালেবান বলে পরিচয় দিয়েছে।
একই দিনে টাঙ্গাইলে জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিনকেও হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে এ চিঠিতে হুমকিদাতা নিজেদের শুধু ‘জঙ্গি সংগঠনের লোক’ বলে পরিচয় দিয়েছে।
জয়পুরহাটে বিচারককে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা তালেবান গোষ্ঠী। আফগানিস্তানের মতো অতি শীঘ্রই বাংলাদেশ দখল হবে।’ আরও লেখা হয়, ‘আমেরিকাকে আমরা টাইম দিইনি। এ তো সাধারণ বাংলাদেশ মাত্র। বাংলাদেশের ২৫ সদস্য আফগানিস্তানে রহিয়াছে। এ ছাড়া বাংলাদেশে আছি ৫৫ হাজার।’
আদালতে বিচারক ও আইনজীবী সবাইকে কালো পাগড়ি পরতে হবে জানিয়ে চিঠিতে বলা হয়, ‘এ কথা অথবা আদেশ অমান্য করিলে বিরাট সমস্যা হবে। পরিশেষে জীবনটা হারাবেন।’
বিচারকদের উদ্দেশে বলা হয়, ‘কথায় কথায় মেয়েরা মামলা করে, এদের প্রশ্রয় দিবেন না। তালেবান রাষ্ট্র নেওয়ার পর নারী অধিকার খর্ব করা হবে। বেপরোয়াভাবে নারীরা চলতে পারবে না।’
এই চিঠি পাওয়ার পর বিচারক রুস্তম আলী বিষয়টি জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাকে জানান।
জানতে চাইলে এসপি মাছুম আহাম্মদ ভূঞা গতকাল আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
টাঙ্গাইলে বিচারককে হুমকি দিয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘আমরা যখন যাকে টার্গেট করি তখন তাকে ছলেবলে কৌশলে হত্যা করি। এটাই আমাদের পেশা। এবার আপনাকে হত্যা করার পালা। কারণ, আপনি নারী ও শিশু কোর্টে আসার পর থেকে এ পর্যন্ত অনেক মামলার রায় দিয়েছেন। তাতে আমাদের লোকজনের খুব বড় ধরনের ক্ষতি হয়েছে।’
বিচারক খালেদা ইয়াসমিন গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘চিঠিটি পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের লোকজন নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি।’
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে বিচারক খালেদা ইয়াসমিন ও তাঁর পরিবারের লোকজনদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে