রাজশাহী প্রতিনিধি

ফেসবুকে একটি মন্তব্যের জেরে রাজশাহীতে এক ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনা হয়েছে। হাতুড়ি দিয়ে তাঁকে পিটিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এই ছাত্রলীগ নেতার নাম মাজেদুর রহমান নয়ন (২৮)। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। রাজশাহীর পুঠিয়া উপজেলায় তাঁর বাড়ি।
গতকাল রোববার রাত ৯টার দিকে পুঠিয়ার বেলপুকুর এলাকায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সুমনের বাবা বদিউজ্জামান বদি বেলপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়েছেন। মাজেদুর রহমান ভোটে নৌকার পক্ষে কাজ করেছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।
মাজেদুর রহমানকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানা গেছে।
আহতের চাচাতো বড়ভাই মুরাদ হোসেন জানান, মূলত নৌকার পক্ষে ভোটে প্রচারণায় অংশ নেওয়ার কারণেই মাজেদুরের ওপর ক্ষুব্ধ ছিলেন যুবলীগ নেতা সুমনউজ্জামান। ফেসবুকের একটি পোস্ট নিয়ে উত্তেজনার জেরে তাঁকে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
হামলার বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা সুমনউজ্জামান সুমন বলেন, ‘রাজশাহীর এক পৌর মেয়রও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন। অথচ তাঁকে এখন আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠানের মঞ্চেই দেখা যাচ্ছে। অথচ নৌকার বিরোধিতা করার কারণে আমরা কোণঠাসা। এই নিয়েই আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। সেখানে খারাপ মন্তব্য করেন ছাত্রলীগ নেতা মাজেদুর। এ নিয়ে আমি তাঁকে ফোন করলে আমাকে খারাপ ভাষায় কথা বলেন।’
সুমন বলেন, ‘সন্ধ্যার ওই ঘটনার পর রাতে আমার বাবা বেলপুকুর বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন ছাত্রলীগ নেতা মাজেদুর আমার বাবাকে আপত্তিকর কথা বলেন। এ সময় লোকজনই এর প্রতিবাদ করে তাঁকে মারধর করেছে। আমি বেলপুকুর বাজারে থাকলেও ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁকে মারধর করা হয়ে যায়। এখন আমার নাম জড়ানো হচ্ছে।’
এ ব্যাপারে বেলপুকুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক বিরোধের মধ্যে ফেসবুকে করা একটি মন্তব্যের জের ধরে মাজেদুরের ওপর এই হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে লিখিত কোনো অভিযোগ হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে একটি মন্তব্যের জেরে রাজশাহীতে এক ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনা হয়েছে। হাতুড়ি দিয়ে তাঁকে পিটিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এই ছাত্রলীগ নেতার নাম মাজেদুর রহমান নয়ন (২৮)। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। রাজশাহীর পুঠিয়া উপজেলায় তাঁর বাড়ি।
গতকাল রোববার রাত ৯টার দিকে পুঠিয়ার বেলপুকুর এলাকায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সুমনের বাবা বদিউজ্জামান বদি বেলপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়েছেন। মাজেদুর রহমান ভোটে নৌকার পক্ষে কাজ করেছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।
মাজেদুর রহমানকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানা গেছে।
আহতের চাচাতো বড়ভাই মুরাদ হোসেন জানান, মূলত নৌকার পক্ষে ভোটে প্রচারণায় অংশ নেওয়ার কারণেই মাজেদুরের ওপর ক্ষুব্ধ ছিলেন যুবলীগ নেতা সুমনউজ্জামান। ফেসবুকের একটি পোস্ট নিয়ে উত্তেজনার জেরে তাঁকে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
হামলার বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা সুমনউজ্জামান সুমন বলেন, ‘রাজশাহীর এক পৌর মেয়রও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন। অথচ তাঁকে এখন আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠানের মঞ্চেই দেখা যাচ্ছে। অথচ নৌকার বিরোধিতা করার কারণে আমরা কোণঠাসা। এই নিয়েই আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। সেখানে খারাপ মন্তব্য করেন ছাত্রলীগ নেতা মাজেদুর। এ নিয়ে আমি তাঁকে ফোন করলে আমাকে খারাপ ভাষায় কথা বলেন।’
সুমন বলেন, ‘সন্ধ্যার ওই ঘটনার পর রাতে আমার বাবা বেলপুকুর বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন ছাত্রলীগ নেতা মাজেদুর আমার বাবাকে আপত্তিকর কথা বলেন। এ সময় লোকজনই এর প্রতিবাদ করে তাঁকে মারধর করেছে। আমি বেলপুকুর বাজারে থাকলেও ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁকে মারধর করা হয়ে যায়। এখন আমার নাম জড়ানো হচ্ছে।’
এ ব্যাপারে বেলপুকুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক বিরোধের মধ্যে ফেসবুকে করা একটি মন্তব্যের জের ধরে মাজেদুরের ওপর এই হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে লিখিত কোনো অভিযোগ হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে