Ajker Patrika

নারীঘটিত কারণেই ভ্যানচালক খুন: ওসি

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
নারীঘটিত কারণেই ভ্যানচালক খুন: ওসি

নারীঘটিত কারণেই খুন হয়েছেন সিরাজগঞ্জের কাজীপুরের সেই ভ্যানচালক হোসেন আলী (৪৫)। গতকাল রোববার বিকেলে নিহতের ছেলে মিলন মিয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কাজীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

আসামিরা হলেন-রৌহাবাড়ী উত্তরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে ভ্যানচালক আব্দুস ছালাম (৫১), তাঁর স্ত্রী রুবি খাতুন (৪৫), মেয়ে রাহা খাতুন (২৫) ও জেসমিন খাতুন (২৩)। এ ঘটনার পর থেকে আব্দুস ছালাম পলাতক রয়েছেন। তবে বাকি তিনজনকে ঘটনার দিনই আটক করেছে পুলিশ। 

জানা যায়, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সিরাজগঞ্জের কাজীপুরে উত্তরপাড়ার সিরাজুল ইসলাম ওরফে গুটু ডাক্তারের ছেলে ভ্যানচালক আব্দুস ছালামের বাড়িতে খুন হন হোসেন আলী। পরদিন রোববার সন্ধ্যায় নিহতের মরদেহ দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান। 

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, তদন্তের খাতিরে এখনই সবকিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে নারীঘটিত কারণেই ভ্যানচালক হোসেন আলীকে খুন করা হয়েছে। 

ওসি আরও বলেন, প্রধান আসামি আব্দুস ছালামকে আটকের চেষ্টা চলছে। বাকিদের আজ সোমবার আদালতে তোলা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত