Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১ 

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১ 

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে র‍্যাবের অভিযানে ১ কোটি ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১ কেজি ১৩৫ গ্রাম হেরোইনসহ মো. নাজিম (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলারমোড় এলাকায় অভিযান চালায় র‍্যাব-৫ সদস্যরা। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পাঁরচৌকা গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্প হতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি দল সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলারমোড় এলাকায় অভিযান চালায়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত