জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে বাড়ির পাশে ফসলি জমি থেকে মীর হোসেন (২৮) নামের এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সহকারী উজ্জ্বল পাহান (১৭) এর বিরুদ্ধে। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আজ রোববার সকালে স্থানীয়রা মীর হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত মীর হোসেন জেলার সদর উপজেলার তেঘর বিশা মিস্ত্রিপাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে। এ ঘটনায় রোববার দুপুরে নিহতের বাবা ইয়াছিন আলী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এরই মধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছেন।
পুলিশ ও এলাকাবাসী বলছেন, শনিবার রাতে স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন মীর হোসেন। পরে দিবাগত রাত সোয়া ১২টার দিকে ট্রাকচালক মীর হোসেনকে তাঁর সহকারী উজ্জ্বল পাহান বাড়ি ডেকে নিয়ে যান। উজ্জ্বল পাহান হলেন ওই এলাকার হঠাৎপাড়া গ্রামের শ্রী নগেন পাহানের ছেলে। এরপর রাতে আর বাড়ি ফেরেননি মীর হোসেন। রোববার সকালে স্থানীয়রা নিজ বাড়ির অদূরে একটি ফসলি মাঠে মীর হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এ ঘটনার পর থেকে উজ্জ্বল পাহান পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় নিহতের পিতা ইয়াছিন আলী বাদী হয়ে রোববার দুপুরে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা এরই মধ্যে একজনকে আটকও করেছি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তসাপেক্ষে ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।

জয়পুরহাটে বাড়ির পাশে ফসলি জমি থেকে মীর হোসেন (২৮) নামের এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সহকারী উজ্জ্বল পাহান (১৭) এর বিরুদ্ধে। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আজ রোববার সকালে স্থানীয়রা মীর হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত মীর হোসেন জেলার সদর উপজেলার তেঘর বিশা মিস্ত্রিপাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে। এ ঘটনায় রোববার দুপুরে নিহতের বাবা ইয়াছিন আলী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এরই মধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছেন।
পুলিশ ও এলাকাবাসী বলছেন, শনিবার রাতে স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন মীর হোসেন। পরে দিবাগত রাত সোয়া ১২টার দিকে ট্রাকচালক মীর হোসেনকে তাঁর সহকারী উজ্জ্বল পাহান বাড়ি ডেকে নিয়ে যান। উজ্জ্বল পাহান হলেন ওই এলাকার হঠাৎপাড়া গ্রামের শ্রী নগেন পাহানের ছেলে। এরপর রাতে আর বাড়ি ফেরেননি মীর হোসেন। রোববার সকালে স্থানীয়রা নিজ বাড়ির অদূরে একটি ফসলি মাঠে মীর হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এ ঘটনার পর থেকে উজ্জ্বল পাহান পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় নিহতের পিতা ইয়াছিন আলী বাদী হয়ে রোববার দুপুরে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা এরই মধ্যে একজনকে আটকও করেছি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তসাপেক্ষে ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৬ দিন আগে