নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দুজন নিহতের ঘটনায় দুটি মামলা দায়ের পর ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে মামলা দুটি দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতরা হলেন-বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামের আজিজুর রহমান ওরফে আজিজ (৪৫) ও আকরাম হোসেন (৬০)। আজিজুরের বাবা দেদার হোসেন ও আকরামের বাবা জেকের হোসেন ছিলেন আপন দুই ভাই। নিহত আবদুল আজিজ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন।
জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গতকাল বিকেলে চারঘাট উপজেলার বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে আজিজুর ও আকরামের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষের আরও কিছু লোকজন জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে দুই পক্ষের অন্তত আটজন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আজিজুর ও আকরামকে মৃত ঘোষণা করেন। আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, গতকাল রাতেই আজিজের স্ত্রী রুবিনা বেগম থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় ২৭ জনকে এজাহারভুক্তসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। পরে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সময়েই নিহত আকরামের স্ত্রী ময়মুনা বেগমও একটি মামলা দায়ের করেছেন। মামলায় ২১ জনকে এজাহারভুক্তসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করা হয়েছে। পরে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি আরও বলেন, ওই দুই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দুজন নিহতের ঘটনায় দুটি মামলা দায়ের পর ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে মামলা দুটি দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতরা হলেন-বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামের আজিজুর রহমান ওরফে আজিজ (৪৫) ও আকরাম হোসেন (৬০)। আজিজুরের বাবা দেদার হোসেন ও আকরামের বাবা জেকের হোসেন ছিলেন আপন দুই ভাই। নিহত আবদুল আজিজ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন।
জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গতকাল বিকেলে চারঘাট উপজেলার বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে আজিজুর ও আকরামের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষের আরও কিছু লোকজন জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে দুই পক্ষের অন্তত আটজন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আজিজুর ও আকরামকে মৃত ঘোষণা করেন। আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, গতকাল রাতেই আজিজের স্ত্রী রুবিনা বেগম থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় ২৭ জনকে এজাহারভুক্তসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। পরে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সময়েই নিহত আকরামের স্ত্রী ময়মুনা বেগমও একটি মামলা দায়ের করেছেন। মামলায় ২১ জনকে এজাহারভুক্তসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করা হয়েছে। পরে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি আরও বলেন, ওই দুই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১২ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২১ দিন আগে