Ajker Patrika

গরু লুটের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
গরু লুটের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

গরু লুটের মামলায় গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর সদস্য জহিরুল ইসলাম জেবিনকে (৩২) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেবিন এ উপজেলার পাঁচাশি গ্রামের আবুল কাশেমের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক  কমিটি ঘোষণা করা হয়। আর আগে উপজেলার পাঁচাশি গ্রামে থেকে লুট হওয়া গরু উদ্ধারের সূত্র ধরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এদিন বিকেলে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মামলায় জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে পূর্ব শত্রুতার জেরে সিরাজুল হকের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ লাল মিয়া মন্ডল গংরা। হামলাকালে বেশ কয়েকটি বাড়ি-ঘরে ভাঙচুর লুটপাটের পর অগ্নিসংযোগ করা হয়। এ সময় গোয়াল ঘর থেকে লুট করে নিয়ে যায় চারটি গরু। এ ঘটনায় সিরাজুল হকের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে সিরাজুল হকের বাড়ি থেকে লুট হওয়া চারটি গরুর মধ্যে একটি গরু ২২ মার্চ শিবপুর গ্রামের স্থানীয় আবু বক্করের কাছ থেকে উদ্ধার করে ডিবি পুলিশ। পরে আবু বক্করের স্বীকারোক্তিতে লুটপাটের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জেবিনের জড়িত থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, উপজেলার পাঁচাশি গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার সত্যতা পাওয়ায় জেবিনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালত তাঁকে কারাগারে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

এলাকার খবর
Loading...