Ajker Patrika

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ 

জামালপুর প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২১: ০১
চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ 

জামালপুর পৌর শহরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সোলাইমান হোসেন (৪০)। তিনি জামালপুর পৌর শহরের পলাশঘর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন শ্রমিক। তাঁর দুজন স্ত্রী রয়েছে। অন্যদিকে ভুক্তভোগী শিশু স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। তার বয়স ১২ বছর।

পুলিশ ও স্থানীয়রা বলছে, ভুক্তভোগী ও অভিযুক্ত সোলাইমানের বাড়ি পাশাপাশি। এলাকায় সোলাইমান একজন বখাটে হিসেবেই পরিচিত। ভুক্তভোগী শিশুটির বাবার একটি চায়ের দোকান রয়েছে। সেখানে শিশুটিকে নানাভাবে প্রলোভনে আকৃষ্ট করেন সোলাইমান। গত বুধবার সোলাইমান ওই শিশুকে কৌশলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকায় নিয়ে যান। সেখানে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে আজ শুক্রবার দুপুরে তাকে জামালপুর শহরে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ইসমাইল। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। 

ভুক্তভোগী ধর্ষণের বিষয়টি পরিবারের কাছে স্বীকার করেছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেকুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নামে অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে। এ বিষয়ে সব আইনি প্রক্রিয়া চলমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত