ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় মো. শিপন (৭) নামে এক শিশুকে অপহরণের দুই দিন পর উদ্ধার করেছে ডিবি পুলিশ। এই ঘটনায় বাবু মোল্লা (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাবু মোল্লা নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার মোল্লাপাড়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন।
অপহৃত মো. শিপন জেলার ভালুকা উপজেলার তামাট গ্রামের রুবেল খার ছেলে।
আজ রোববার দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওসি সফিকুল ইসলাম।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে মহানগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজতে থাকা শিপন মিয়াকে উদ্ধার করে পুলিশ।
মামলার বরাত দিয়ে ওসি সফিকুল ইসলাম বলেন, সম্প্রতি রুবেল খার শ্যালক মিলন মিয়ার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় বাবু মোল্লার। এই পরিচয়ের সুবাদে বিভিন্ন সময় মিলন মিয়ার সঙ্গে বাবু মোল্লা মোবাইলে কথা বলত। এভাবে সম্পর্কের জেরে বাবু মোল্লা তাঁদের বাড়িতে বেড়াতে আসে।
বেড়াতে এসে গত বৃহস্পতিবার বিকেলে ঘুরতে যাওয়ার কথা বলে বাটাজোড় বাজারে যায়। সেখানে গিয়ে মিলন মিয়াকে কলা আনার কথা বলে কৌশলে শিপনকে অপহরণ করে নিয়ে যায় বাবু মোল্লা। পরে অনেক খোঁজাখুঁজি করেও শিপনকে পাওয়া যায়নি।
ওই দিন রাত ৯টার দিকে শিপন মিয়ার মায়ের কাছে ইমোতে ফোন করে এক লাখ টাকা দাবি করে বাবু মোল্লা। তিনি টাকা বিকাশে দিতে বলেন। টাকা না দিলে শিপনকে হত্যা করে মরদেহ লুকিয়ে ফেলা হবে বলে হুমকি দেয় বাবু মোল্লা।
এই ঘটনার পর শিপনের বাবা রুবেল খা গত শনিবার ভালুকা থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা শাখার হাতে আসলে অভিযান চালিয়ে ওই রাতেই বাবু মোল্লাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডিবির ওসি সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত বাবু মোল্লা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছেন। মুক্তিপণের টাকা চাওয়ায় ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। বাবু মোল্লা আগে থেকে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

ময়মনসিংহের ভালুকায় মো. শিপন (৭) নামে এক শিশুকে অপহরণের দুই দিন পর উদ্ধার করেছে ডিবি পুলিশ। এই ঘটনায় বাবু মোল্লা (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাবু মোল্লা নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার মোল্লাপাড়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন।
অপহৃত মো. শিপন জেলার ভালুকা উপজেলার তামাট গ্রামের রুবেল খার ছেলে।
আজ রোববার দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওসি সফিকুল ইসলাম।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে মহানগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজতে থাকা শিপন মিয়াকে উদ্ধার করে পুলিশ।
মামলার বরাত দিয়ে ওসি সফিকুল ইসলাম বলেন, সম্প্রতি রুবেল খার শ্যালক মিলন মিয়ার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় বাবু মোল্লার। এই পরিচয়ের সুবাদে বিভিন্ন সময় মিলন মিয়ার সঙ্গে বাবু মোল্লা মোবাইলে কথা বলত। এভাবে সম্পর্কের জেরে বাবু মোল্লা তাঁদের বাড়িতে বেড়াতে আসে।
বেড়াতে এসে গত বৃহস্পতিবার বিকেলে ঘুরতে যাওয়ার কথা বলে বাটাজোড় বাজারে যায়। সেখানে গিয়ে মিলন মিয়াকে কলা আনার কথা বলে কৌশলে শিপনকে অপহরণ করে নিয়ে যায় বাবু মোল্লা। পরে অনেক খোঁজাখুঁজি করেও শিপনকে পাওয়া যায়নি।
ওই দিন রাত ৯টার দিকে শিপন মিয়ার মায়ের কাছে ইমোতে ফোন করে এক লাখ টাকা দাবি করে বাবু মোল্লা। তিনি টাকা বিকাশে দিতে বলেন। টাকা না দিলে শিপনকে হত্যা করে মরদেহ লুকিয়ে ফেলা হবে বলে হুমকি দেয় বাবু মোল্লা।
এই ঘটনার পর শিপনের বাবা রুবেল খা গত শনিবার ভালুকা থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা শাখার হাতে আসলে অভিযান চালিয়ে ওই রাতেই বাবু মোল্লাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডিবির ওসি সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত বাবু মোল্লা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছেন। মুক্তিপণের টাকা চাওয়ায় ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। বাবু মোল্লা আগে থেকে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫