Ajker Patrika

কোচিং না করায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ১৩: ১৯
কোচিং না করায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

সাতক্ষীরার নলতায় অবস্থিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) এক শিক্ষকের কোচিংয়ে ভর্তি না হওয়ায় এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এরপর রাতেই তাঁকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম সোলায়মান হোসেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার মোহাম্মদ হানিফের ছেলে এবং আইএইচটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

ভুক্তভোগী শিক্ষার্থী মো. সোলাইমান অভিযোগ করে বলেন, ‘কলেজের রেডিওলজি বিভাগের গেস্ট টিচার সাঈদ হাসান গত পরীক্ষার ভাইভাতে আমাকে ফেল করিয়ে দেন। তাঁর কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষা দিতে দেবেন না বলেও হুমকি দিতে থাকেন। কিন্তু আমি তাঁর কাছে কোচিং না করায় শুক্রবার রাতে তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান ও রশিদ ইসলাম তাদের রুমে আমাকে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে তারা খাটের নিচ থেকে লোহার রড, পাইপ বের করে আমার শরীরের বিভিন্ন অংশে বেদম পেটাতে থাকে। সাঈদ স্যারের নির্দেশে নাহিদ ও রশিদ এমনটা করেছে।’ 

আইএইচটির অধ্যক্ষ ফারুকুজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত