শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে একাদশ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গোলাম কিবরিয়া নামের এক যুবক গ্রেপ্তার করা হয়েছেন।
গত বুধবার রাতে র্যাব–৬–এর সদস্যরা যশোরের ঝিকরগাছা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পরের দিন শ্যামনগর থানায় হস্তান্তর করে।
গোলাম কিবরিয়া আলোচিত গোলাম কিবরিয়া উপজেলার বুড়িগোয়ালীনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী ও দপ্তরি হিসেবে কর্মরত। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের ভামিয়া গ্রামের আব্দুল হকের ছেলে।
উপজেলার একটি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভুক্তভোগীর মা গত ১৪ আগস্ট শ্যামনগর থানায় মামলা করেন।
ভুক্তভোগীর মা জানান বুড়িগোয়ালীনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার সময় থেকে একই বিদ্যালয়ের পিয়ন কিবরিয়া তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পরিচালনা পর্ষদের সদস্যদের জানিয়েছিলেন। সম্প্রতি লোকজন পাঠিয়ে কিবরিয়া তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তিন সহযোগীকে নিয়ে গত ৫ জুলাই উপজেলার হায়বাদপুর এলাকা থেকে মেয়েকে অপহরণ করেন। আট দিন আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন কিবরিয়া ও তাঁর লোকজন। পরে পুলিশ মেয়েকে উদ্ধার করলে স্থানীয়দের পরামর্শে তিনি বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন।
তিনি আরও জানান, সম্প্রতি কিবরিয়া আবারও বিয়ের প্রস্তাব পাঠিয়ে প্রত্যাখ্যাত হয়ে মেয়েকে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছেড়ে দিয়েছেন। এ ঘটনায় গত গত ১৪ আগস্ট কিবরিয়া ও তাঁর বন্ধু আব্দুল্লাহ, শাহজাহান রনি ও সোনিয়ার বিরুদ্ধে তিনি মামলা করেছেন।
এ ব্যাপারে শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘র্যাবের হাতে গ্রেপ্তার কিবরিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারসহ মূল অভিযুক্ত কিবরিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাওয়া হবে।’

সাতক্ষীরার শ্যামনগরে একাদশ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গোলাম কিবরিয়া নামের এক যুবক গ্রেপ্তার করা হয়েছেন।
গত বুধবার রাতে র্যাব–৬–এর সদস্যরা যশোরের ঝিকরগাছা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পরের দিন শ্যামনগর থানায় হস্তান্তর করে।
গোলাম কিবরিয়া আলোচিত গোলাম কিবরিয়া উপজেলার বুড়িগোয়ালীনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী ও দপ্তরি হিসেবে কর্মরত। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের ভামিয়া গ্রামের আব্দুল হকের ছেলে।
উপজেলার একটি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভুক্তভোগীর মা গত ১৪ আগস্ট শ্যামনগর থানায় মামলা করেন।
ভুক্তভোগীর মা জানান বুড়িগোয়ালীনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার সময় থেকে একই বিদ্যালয়ের পিয়ন কিবরিয়া তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পরিচালনা পর্ষদের সদস্যদের জানিয়েছিলেন। সম্প্রতি লোকজন পাঠিয়ে কিবরিয়া তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তিন সহযোগীকে নিয়ে গত ৫ জুলাই উপজেলার হায়বাদপুর এলাকা থেকে মেয়েকে অপহরণ করেন। আট দিন আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন কিবরিয়া ও তাঁর লোকজন। পরে পুলিশ মেয়েকে উদ্ধার করলে স্থানীয়দের পরামর্শে তিনি বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন।
তিনি আরও জানান, সম্প্রতি কিবরিয়া আবারও বিয়ের প্রস্তাব পাঠিয়ে প্রত্যাখ্যাত হয়ে মেয়েকে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছেড়ে দিয়েছেন। এ ঘটনায় গত গত ১৪ আগস্ট কিবরিয়া ও তাঁর বন্ধু আব্দুল্লাহ, শাহজাহান রনি ও সোনিয়ার বিরুদ্ধে তিনি মামলা করেছেন।
এ ব্যাপারে শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘র্যাবের হাতে গ্রেপ্তার কিবরিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারসহ মূল অভিযুক্ত কিবরিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাওয়া হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে