শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

১৫৫ বার প্রেমিকের মুঠোফোনে কল দিয়েছে কিশোরী মালতী রানি বর্মণ। কিন্তু অপর প্রান্ত থেকে প্রেমিকের কোনো সাড়া না পাওয়ার অভিমানে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বাবা-মায়ের অনুপস্থিতিতে নিজের শোয়ারঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
আজ শুক্রবার সকালে শ্যামনগর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় নিহত মালতী রানির ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়।
গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে শ্যামনগর উপজেলার রামনগর ইউনিয়নের মানিকখালী গ্রামে। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সে দ্বিতীয়। সে পার্শ্ববর্তী ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
মালতী রানির পিতা শ্রীনিবাস বর্মণ বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজের স্ত্রীকে নিয়ে তিনি ধর্মীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে পাশে এক বাড়িতে যান। রাত ১০টার দিকে বাড়িতে ফিরে মালতীর কোনো সাড়াশব্দ না পেয়ে তার ঘরে ঢোকেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান তাঁরা।
নিহতের প্রতিবেশী ও নিকটাত্মীয়রা জানান, মালতীর মরদেহের পাশে থাকা তার ব্যবহৃত মুঠোফোন থেকে বিশেষ একটি নম্বরে ১৫৫ বার কল করা হয়েছিল। তবে এতবার কল দেওয়ার পরও অপর প্রান্ত থেকে রিসিভ না হওয়ায় ক্ষোভে, অভিমানে আত্মহত্যা করেছে বলে তাঁদের ধারণা।
মালতীর সঙ্গে কারও প্রেমের সম্পর্কের বিষয়টি জানতেন না উল্লেখ করে নিহতের বাবাসহ নিকটাত্মীয়রা বলেন, ‘কাকে মালতী এতবার ফোন দিয়েছিল, তার নাম-পরিচয় সম্পর্কে কিছু জানি না। তবে দেড় শ বারেরও বেশি ফোন করা ওই নম্বরের ব্যক্তিকে বের করা গেলে মালতীর আত্মহত্যার কারণ জানা যাবে।’ পুলিশ নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে গেছে বলে তাঁরা জানিয়েছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সাহাবুর রহমান বলেন, শুক্রবার সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। নিহত কিশোরীর ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

১৫৫ বার প্রেমিকের মুঠোফোনে কল দিয়েছে কিশোরী মালতী রানি বর্মণ। কিন্তু অপর প্রান্ত থেকে প্রেমিকের কোনো সাড়া না পাওয়ার অভিমানে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বাবা-মায়ের অনুপস্থিতিতে নিজের শোয়ারঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
আজ শুক্রবার সকালে শ্যামনগর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় নিহত মালতী রানির ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়।
গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে শ্যামনগর উপজেলার রামনগর ইউনিয়নের মানিকখালী গ্রামে। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সে দ্বিতীয়। সে পার্শ্ববর্তী ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
মালতী রানির পিতা শ্রীনিবাস বর্মণ বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজের স্ত্রীকে নিয়ে তিনি ধর্মীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে পাশে এক বাড়িতে যান। রাত ১০টার দিকে বাড়িতে ফিরে মালতীর কোনো সাড়াশব্দ না পেয়ে তার ঘরে ঢোকেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান তাঁরা।
নিহতের প্রতিবেশী ও নিকটাত্মীয়রা জানান, মালতীর মরদেহের পাশে থাকা তার ব্যবহৃত মুঠোফোন থেকে বিশেষ একটি নম্বরে ১৫৫ বার কল করা হয়েছিল। তবে এতবার কল দেওয়ার পরও অপর প্রান্ত থেকে রিসিভ না হওয়ায় ক্ষোভে, অভিমানে আত্মহত্যা করেছে বলে তাঁদের ধারণা।
মালতীর সঙ্গে কারও প্রেমের সম্পর্কের বিষয়টি জানতেন না উল্লেখ করে নিহতের বাবাসহ নিকটাত্মীয়রা বলেন, ‘কাকে মালতী এতবার ফোন দিয়েছিল, তার নাম-পরিচয় সম্পর্কে কিছু জানি না। তবে দেড় শ বারেরও বেশি ফোন করা ওই নম্বরের ব্যক্তিকে বের করা গেলে মালতীর আত্মহত্যার কারণ জানা যাবে।’ পুলিশ নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে গেছে বলে তাঁরা জানিয়েছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সাহাবুর রহমান বলেন, শুক্রবার সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। নিহত কিশোরীর ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
১৪ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৪ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৪ দিন আগে