পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় জায়গা-জমি দখলকে কেন্দ্র করে দুটি ইউনিয়নে পৃথক সংঘর্ষে বৃদ্ধসহ ১৮ জন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালে চাঁদখালী ও রাড়ুলি ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
অভিযোগে জানা যায়, আজ সকালে উপজেলার রাড়ুলির কাঠিপাড়া বাজারে জমি দখল নিয়ে আবুল কাসেম মোড়ল ও আজগর মোড়লদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের ৮ জন গুরুতর জখম হন।
আহতরা হলেন-আবুল কাসেম মোড়ল (৬০), আইয়ুব আলী মোড়ল (৫২), শাহাজান মোড়ল (৫৮), শফিকুল ইসলাম (৩২), প্রতিপক্ষ মেজবার মোড়ল (৩৩), জাহাঙ্গীর মোড়ল (৪৫), বাবলা মোড়ল (৩০) ও জাহানারা বেগম (৫৫)। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন।
অপরদিকে, আজ সকাল ১০টার দিকে উপজেলার উত্তর গড়ের আবাদে মোসলেহ উদ্দীন মোড়ল (৬৬) ও মোবারেক মোড়লদের (৬৮) মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে মোবারেক মোড়লরা ঘর করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন গুরুতর আহত হন। আহতরা সকলেই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গুরুতর আহতরা হলেন-মোসলেহ উদ্দীন মোড়ল (৬৬), আলমঙ্গীর (৩৫), শাহ আলম (৪০), জাহাঙ্গীর আলম (৩০) মফেজ উদ্দিন (৭০), প্রতিপক্ষের মোবারক মোড়ল (৬৮), হাবিবুর রহমান (৪৫), ওবাইদুল্লাহ (২৩), মজিদ মোড়ল (৫০) ও আবুল হোসেন (১৬)।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, উভয় পক্ষ থানায় পৃথক অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনার পাইকগাছায় জায়গা-জমি দখলকে কেন্দ্র করে দুটি ইউনিয়নে পৃথক সংঘর্ষে বৃদ্ধসহ ১৮ জন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালে চাঁদখালী ও রাড়ুলি ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
অভিযোগে জানা যায়, আজ সকালে উপজেলার রাড়ুলির কাঠিপাড়া বাজারে জমি দখল নিয়ে আবুল কাসেম মোড়ল ও আজগর মোড়লদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের ৮ জন গুরুতর জখম হন।
আহতরা হলেন-আবুল কাসেম মোড়ল (৬০), আইয়ুব আলী মোড়ল (৫২), শাহাজান মোড়ল (৫৮), শফিকুল ইসলাম (৩২), প্রতিপক্ষ মেজবার মোড়ল (৩৩), জাহাঙ্গীর মোড়ল (৪৫), বাবলা মোড়ল (৩০) ও জাহানারা বেগম (৫৫)। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন।
অপরদিকে, আজ সকাল ১০টার দিকে উপজেলার উত্তর গড়ের আবাদে মোসলেহ উদ্দীন মোড়ল (৬৬) ও মোবারেক মোড়লদের (৬৮) মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে মোবারেক মোড়লরা ঘর করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন গুরুতর আহত হন। আহতরা সকলেই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গুরুতর আহতরা হলেন-মোসলেহ উদ্দীন মোড়ল (৬৬), আলমঙ্গীর (৩৫), শাহ আলম (৪০), জাহাঙ্গীর আলম (৩০) মফেজ উদ্দিন (৭০), প্রতিপক্ষের মোবারক মোড়ল (৬৮), হাবিবুর রহমান (৪৫), ওবাইদুল্লাহ (২৩), মজিদ মোড়ল (৫০) ও আবুল হোসেন (১৬)।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, উভয় পক্ষ থানায় পৃথক অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
১৪ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৪ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৪ দিন আগে