খুলনা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন গার্মেন্টস শ্রমিক তরুণী। এ ঘটনার মূল হোতাসহ ৮ জনকে আটক করেছে র্যাব-৬ সদস্যরা। গতকাল রোববার গভীর রাতে বাগেরহাটের রামপাল থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ।
এ ঘটনায় আটককৃত হলেন, মো. আবুল কালাম আজাদ ওরফে শুকুর (২৪), মো. আসলাম শেখ (২২), মো. জনি শেখ (১৮), মো. মারুফ বিল্লা (২২), মো. হাসান শেখ (২০), মো. রাসেল শেখ (২২), মো. হোসেন গাজী (১৮), মো. রাজু শেখ (২৪)। সকলেই বাগেরহাট রামপালের ঝনঝনিয়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গতকাল রোববার রামপালে এক গার্মেন্টস শ্রমিক তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার সময় গার্মেন্টস থেকে বাড়ি ফেরার পথে এক বন্ধুর (২০) সঙ্গে দেখা হয় ওই তরুণীর। এরপর বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে স্থানীয় মো. আবুল কালাম আজাদ ওরফে শুকুর ও মো. আসলাম শেখসহ তাঁদের ৭/৮ জন সহযোগী তরুণীকে টেনে হিঁচড়ে পরিত্যক্ত মাদ্রাসা মাঠে নিয়ে যান। এ সময় ভুক্তভোগীর বন্ধুকে অভিযুক্তরা মারধর করে আটকে রাখেন। এরপর ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন তাঁরা।
ভুক্তভোগীর চিৎকারের একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে ফেলে রেখে পালিয়ে যান। পরে ভুক্তভোগী ও তাঁর বন্ধু বিষয়টি তরুণীর মাকে ফোন করে জানান। তরুণীর মা তাৎক্ষণিক ঘটনাটি র্যাব-৬ এ অবহিত করেন।
ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে রামপাল থানায় এলাকায় অভিযান চালিয়ে আট আসামিদের আটক করে।
অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আসামিদের বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

বাগেরহাটের রামপালে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন গার্মেন্টস শ্রমিক তরুণী। এ ঘটনার মূল হোতাসহ ৮ জনকে আটক করেছে র্যাব-৬ সদস্যরা। গতকাল রোববার গভীর রাতে বাগেরহাটের রামপাল থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ।
এ ঘটনায় আটককৃত হলেন, মো. আবুল কালাম আজাদ ওরফে শুকুর (২৪), মো. আসলাম শেখ (২২), মো. জনি শেখ (১৮), মো. মারুফ বিল্লা (২২), মো. হাসান শেখ (২০), মো. রাসেল শেখ (২২), মো. হোসেন গাজী (১৮), মো. রাজু শেখ (২৪)। সকলেই বাগেরহাট রামপালের ঝনঝনিয়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গতকাল রোববার রামপালে এক গার্মেন্টস শ্রমিক তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার সময় গার্মেন্টস থেকে বাড়ি ফেরার পথে এক বন্ধুর (২০) সঙ্গে দেখা হয় ওই তরুণীর। এরপর বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে স্থানীয় মো. আবুল কালাম আজাদ ওরফে শুকুর ও মো. আসলাম শেখসহ তাঁদের ৭/৮ জন সহযোগী তরুণীকে টেনে হিঁচড়ে পরিত্যক্ত মাদ্রাসা মাঠে নিয়ে যান। এ সময় ভুক্তভোগীর বন্ধুকে অভিযুক্তরা মারধর করে আটকে রাখেন। এরপর ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন তাঁরা।
ভুক্তভোগীর চিৎকারের একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে ফেলে রেখে পালিয়ে যান। পরে ভুক্তভোগী ও তাঁর বন্ধু বিষয়টি তরুণীর মাকে ফোন করে জানান। তরুণীর মা তাৎক্ষণিক ঘটনাটি র্যাব-৬ এ অবহিত করেন।
ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে রামপাল থানায় এলাকায় অভিযান চালিয়ে আট আসামিদের আটক করে।
অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আসামিদের বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
৯ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৮ দিন আগে