যশোর প্রতিনিধি

যশোরে যুবলীগ নেতার নেতৃত্বে একটি সরকারি অফিসের কর্মচারীকে মারপিট ও নারী কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওযা গেছে।
আজ রোববার বিকেল ৩টার দিকে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পুলিশ যুবলীগ নেতা ও তাঁর তিন সহযোগীকে যশোর শহরের রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— যশোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহবুব ম্যানসেল, রাকিব হোসেন ওরফে ভাইপো রাকিব, অনিক হাসান মেহেদী হাসান ও মীর সাদী। তাঁদের বাড়ি শহরের ষষ্ঠীতলা এলাকায়।
এই ঘটনায় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন চারজনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তারের পর পুলিশ তাঁদের আদালতে হাজির করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট বিচারক পলাশ কুমার দালাল কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. বাপ্পি শেখর জানান, আজ দুপুর ১টার দিকে ম্যানসেল নামে একজন তাঁদের কেন্দ্রে চিকিৎসা নিতে এসেছিলেন। রেজিস্ট্রেশন করার পর তাঁকে কিছু ব্যায়াম দেখানো হয়। ব্যায়ামের পর একটি মেশিনে তাঁর থেরাপি নেওয়ার কথা। প্রতিষ্ঠানের কর্মী আল আমিন ওই মেশিনটি প্রস্তুত করে দেন। এ সময় অফিসের প্রধান কর্মকর্তা মুনা আফরিন আল আমিনকে ডাক দিলে তিনি মেশিনটি চালু না করে দিয়েই চলে যান। এরপর ম্যানসেল ও তাঁর সঙ্গে থাকা লোকজন আল আমিনকে ডেকে মারপিট করেন। চিৎকার শুনে মুনা আফরিন নিচে নেমে এলে তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। এ সময় তাঁর মোবাইল ফোন কেড়ে নেয় ম্যানসেলের লোকজন। অবশ্য পরে তাঁরা মোবাইল ফোনটি ফিরিয়ে দেন। বিষয়টি পরে পুলিশকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বলেন, ‘আমার চাকরি জীবনে এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। অফিসে কর্মরত অবস্থায় এভাবে লাঞ্ছিত হবো কখনো ভাবতে পারিনি।’
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি অফিসে ঢুকে কাজে বাধা দেওয়া, কর্মকর্তাকে শ্লীলতাহানি, কর্মচারীকে মারপিট ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে নিলে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।’
শফিকুল আলম আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সবাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের নামে বিভিন্ন থানায় চাঁদাবাজি, হত্যাসহ নানা মামলা রয়েছে।’

যশোরে যুবলীগ নেতার নেতৃত্বে একটি সরকারি অফিসের কর্মচারীকে মারপিট ও নারী কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওযা গেছে।
আজ রোববার বিকেল ৩টার দিকে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পুলিশ যুবলীগ নেতা ও তাঁর তিন সহযোগীকে যশোর শহরের রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— যশোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহবুব ম্যানসেল, রাকিব হোসেন ওরফে ভাইপো রাকিব, অনিক হাসান মেহেদী হাসান ও মীর সাদী। তাঁদের বাড়ি শহরের ষষ্ঠীতলা এলাকায়।
এই ঘটনায় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন চারজনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তারের পর পুলিশ তাঁদের আদালতে হাজির করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট বিচারক পলাশ কুমার দালাল কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. বাপ্পি শেখর জানান, আজ দুপুর ১টার দিকে ম্যানসেল নামে একজন তাঁদের কেন্দ্রে চিকিৎসা নিতে এসেছিলেন। রেজিস্ট্রেশন করার পর তাঁকে কিছু ব্যায়াম দেখানো হয়। ব্যায়ামের পর একটি মেশিনে তাঁর থেরাপি নেওয়ার কথা। প্রতিষ্ঠানের কর্মী আল আমিন ওই মেশিনটি প্রস্তুত করে দেন। এ সময় অফিসের প্রধান কর্মকর্তা মুনা আফরিন আল আমিনকে ডাক দিলে তিনি মেশিনটি চালু না করে দিয়েই চলে যান। এরপর ম্যানসেল ও তাঁর সঙ্গে থাকা লোকজন আল আমিনকে ডেকে মারপিট করেন। চিৎকার শুনে মুনা আফরিন নিচে নেমে এলে তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। এ সময় তাঁর মোবাইল ফোন কেড়ে নেয় ম্যানসেলের লোকজন। অবশ্য পরে তাঁরা মোবাইল ফোনটি ফিরিয়ে দেন। বিষয়টি পরে পুলিশকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বলেন, ‘আমার চাকরি জীবনে এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। অফিসে কর্মরত অবস্থায় এভাবে লাঞ্ছিত হবো কখনো ভাবতে পারিনি।’
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি অফিসে ঢুকে কাজে বাধা দেওয়া, কর্মকর্তাকে শ্লীলতাহানি, কর্মচারীকে মারপিট ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে নিলে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।’
শফিকুল আলম আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সবাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের নামে বিভিন্ন থানায় চাঁদাবাজি, হত্যাসহ নানা মামলা রয়েছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে