ঝিনাইদহ প্রতিনিধি

মুরগির বাচ্চা বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতুড়িপেটায় আহত আক্তার আলী (২৫) নামের এক যুবকের ১ মাস চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
গত ৮ মে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জটাখালি বাজারে হামলার শিকার হয়ে সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই যুবক। আক্তার আলী উপজেলার বেলতলা গ্রামের ইজাল উদ্দিন মণ্ডলের ছেলে।
জানা যায়, বেলতলা গ্রামের যুবক আক্তার আলী জোড়াদাহ গ্রামের শাকিবুল ইসলাম চান মিয়ার কাছে কিছু মুরগির বাচ্চা বিক্রি করে। এরপর চান মিয়া টাকা না দিয়ে তাঁকে ঘোরাতে থাকেন। এরপর গত মে মাসের ৮ তারিখ সন্ধ্যায় টাকা দেওয়ার কথা বলে মোবাইলে কল দিয়ে আক্তার আলীকে জটাখালি বাজারে ডেকে নেন চান মিয়া। এরপর সেখানে টাকা নিয়ে একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে তাঁর হাতুড়ি দিয়ে আক্তারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পেটান। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আক্তারকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যায় আক্তার আলী।
নিহতের বড় ভাই টিটোন বলেন, ‘চান আমার ভাইকে টাকা দেওয়ার কথা বলে মোবাইলে ডেকে নিয়ে যায়। এরপর সে ভাইকে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এরপর আমার ভাইকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরেছি। কিন্তু তাঁকে বাঁচাতে পারিনি। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। যেন আমার ভাইয়ের মতো কাউকে এভাবে মরতে না হয়।’
এ বিষয়ে হরিণাকুণ্ডু জোড়াদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মতিন বলেন, ‘এই ঘটনায় ইতিপূর্বে একটি মামলা হয়েছিল। সেই মামলায় আসামিরা আদালত থেকে জামিনে মুক্ত রয়েছে। কিন্তু দুপুরে আক্তার মারা যাওয়ার কারণে তাঁর ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মুরগির বাচ্চা বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতুড়িপেটায় আহত আক্তার আলী (২৫) নামের এক যুবকের ১ মাস চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
গত ৮ মে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জটাখালি বাজারে হামলার শিকার হয়ে সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই যুবক। আক্তার আলী উপজেলার বেলতলা গ্রামের ইজাল উদ্দিন মণ্ডলের ছেলে।
জানা যায়, বেলতলা গ্রামের যুবক আক্তার আলী জোড়াদাহ গ্রামের শাকিবুল ইসলাম চান মিয়ার কাছে কিছু মুরগির বাচ্চা বিক্রি করে। এরপর চান মিয়া টাকা না দিয়ে তাঁকে ঘোরাতে থাকেন। এরপর গত মে মাসের ৮ তারিখ সন্ধ্যায় টাকা দেওয়ার কথা বলে মোবাইলে কল দিয়ে আক্তার আলীকে জটাখালি বাজারে ডেকে নেন চান মিয়া। এরপর সেখানে টাকা নিয়ে একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে তাঁর হাতুড়ি দিয়ে আক্তারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পেটান। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আক্তারকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যায় আক্তার আলী।
নিহতের বড় ভাই টিটোন বলেন, ‘চান আমার ভাইকে টাকা দেওয়ার কথা বলে মোবাইলে ডেকে নিয়ে যায়। এরপর সে ভাইকে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এরপর আমার ভাইকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরেছি। কিন্তু তাঁকে বাঁচাতে পারিনি। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। যেন আমার ভাইয়ের মতো কাউকে এভাবে মরতে না হয়।’
এ বিষয়ে হরিণাকুণ্ডু জোড়াদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মতিন বলেন, ‘এই ঘটনায় ইতিপূর্বে একটি মামলা হয়েছিল। সেই মামলায় আসামিরা আদালত থেকে জামিনে মুক্ত রয়েছে। কিন্তু দুপুরে আক্তার মারা যাওয়ার কারণে তাঁর ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে