Ajker Patrika

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১২: ১৭
ক্রিকেটার শামি ও অভিনেতা–এমপি দেবকে নিজেদের পরিচয় নিশ্চিত করার জন্য নোটিশ পাঠিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত
ক্রিকেটার শামি ও অভিনেতা–এমপি দেবকে নিজেদের পরিচয় নিশ্চিত করার জন্য নোটিশ পাঠিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মোহাম্মদ শামি এবং তাঁর ভাই খেলোয়াড় মোহাম্মদ কাইফকে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision—SIR) শুনানির জন্য উপস্থিত হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। সোজা কথায় ভারতীয় হিসেবে তাঁদের পরিচয় নতুন করে নিশ্চিত করার জন্য উপস্থিত হতে বলা হয়েছে।

গতকাল সোমবার দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকার কাটজু নগর স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে এই নোটিশ জারি করা হয়। শামি কলকাতা পৌর সংস্থার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার, যা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

শামির শুনানির সময় ৯ থেকে ১১ জানুয়ারির মধ্যে নির্ধারিত হয়েছে। এনডিটিভি সূত্রের খবর অনুযায়ী, শামি গণনাকারী ফরমটি সঠিকভাবে পূরণ করেননি। বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে রাজকোটে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার কারণে শামি সোমবারের নির্ধারিত শুনানিতে উপস্থিত হতে পারেননি।

শামি উত্তর প্রদেশের বাসিন্দা হলেও ক্রিকেট ক্যারিয়ারের কারণে দীর্ঘদিন ধরে কলকাতায় বসবাস করছেন। কোচের পরামর্শে খুব অল্প বয়সে তিনি উত্তর প্রদেশ থেকে কলকাতায় চলে আসেন। সেখানে তিনি ক্রিকেট কোচ সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নজরে আসেন এবং বাংলার অনূর্ধ্ব-২২ দলে জায়গা করে নেন।

সেখান থেকেই তাঁর ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়। তিনি মোহনবাগান ক্লাবের হয়েও ক্রিকেট খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে শামিকে রাখা হয়নি।

সূত্র মারফত সোমবার আরও জানা গেছে, এবার অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দেবকেও (দীপক অধিকারী) এসআইআর শুনানির জন্য তলব করা হয়েছে। জানা গেছে, তাঁর পরিবারের আরও তিন সদস্যকেও এসআইআর-সংক্রান্ত শুনানির নোটিশ পাঠানো হয়েছে। তবে তাঁদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কখন এবং কোন সময়ে শুনানি কেন্দ্রে উপস্থিত হতে হবে, তা এখনো জানা যায়নি।

এই ঘটনার পর দেব বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, দেবের মতো একজন অভিনেতা এবং নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিকে এই ধরনের নোটিশ পাঠানো নিছক হয়রানি ছাড়া আর কিছুই নয়।

উল্লেখ্য, দেবের পৈতৃক বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে, সেখানেই তাঁর জন্ম। পরে বাবার কাজের সূত্রে দেব সপরিবার মুম্বাই চলে যান। অনেক পরে অভিনয়ের সূত্রে তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে কলকাতার সাউথ সিটি আবাসন তাঁর স্থায়ী ঠিকানা। টলিউড সুপারস্টার হওয়ার পাশাপাশি দেব তাঁর জন্মস্থান ঘাটাল থেকে তিনবারের নির্বাচিত এমপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত