ক্রীড়া ডেস্ক

স্বপ্ন দেখার শুরুটা নেইমারকে। এরপর কত তারকাই তো এলেন। খেলে গেছেন লিওনেল মেসিও। হালের অন্যতম সেনসেশন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কত নাটকই তো হলো। কিন্তু তাঁরা কি পেরেছেন? উত্তরটা সবারই জানা। তবে পেরেছেন দেজিরে দুয়ে। তাঁকে দিয়ে সোনা ফলিয়ে কোচ লুইস এনরিকে পিএসজিকে এনে দিয়েছেন স্বপ্নের শিরোপা।
আর ইন্টার মিলান? যতটা দ্রুত সম্ভব দুঃস্বপ্নের ফাইনালটি ভুলে যেতে চাইবে তারা। সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে রোমাঞ্চকর দুটি ম্যাচ উপহার দেওয়া দলটি কিনা একেবারেই বিপরীত রূপে হাজির৷ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ইতিহাসে কোনো দলই এভাবে গুঁড়িয়ে যায়নি, এভাবে বিধ্বস্ত হয়নি, যেভাবে ইন্টার হয়েছে। পিএসজির শিরোপার জয়ের মাত্রাটা তাই অনন্য। কারণ ফাইনাল ৫-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার নজির নেই আর কোনো ক্লাবের।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টারের জমাট বাঁধা রক্ষণ ভাঙতে পিএসজির সময় লাগে ১২ মিনিট। ভিতিনিয়ার নিঁখুত থ্রু বল বক্সের ভেতর থেকে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন দেজিরে দুয়ে। ৬ গজের বক্সে তখন ফাঁকায় ছিলেন আশরাফ হাকিমি। দুয়ের কাছ থেকে বল পেয়ে পিএসজিকে এগিয়ে দিতে কোনো ভুল করেননি এই ডিফেন্ডার।
গোল করে অবশ্য তেমন কোনো উদযাপন করেননি হাকিমি। কারণ একটি মৌসুম যে ইন্টারে কাটিয়েছেন তিনি।
আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দুয়ে। দ্রুত এক পাল্টা আক্রমণে বাঁ প্রান্ত ধরে এগিয়ে যান ওসমান দেম্বেলে। দারুণ এক ক্রসে বল বাড়ান ডান প্রান্তে থাকা দুয়েকে। ক্ষিপ্র গতির ভলিতে দুয়ে জাল কাঁপিয়ে নাম লেখান ইতিহাসে।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল ও অ্যাসিস্ট আছে ৬ ফুটবলারের। কিন্তু বাকি পাঁচজনের কেউই দুয়ের চেয়ে কম বয়সে (১৯ বছর ৩৬২ দিন) এই ক্লাবে নাম লেখাননি।
বিরতির পর আরও ধারালো হয়ে ওঠে পিএসজি। ৬৩ মিনিটে ভিতিনিয়ার পাস থেকে দ্যুতি ছড়ানো দুয়ে দ্বিতীয় গোলটি করে বুঝিয়ে দেন এই শিরোপা মিলানে নয় উঠছে প্যারিসের বিমানে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এর আগে কেউই সরাসরি তিন গোলে অবদান রাখতে পারেননি। ৭৩ মিনিটে খাভিচা কাভারাৎসখেলিয়া ও ৮৬ মিনিটে সেনি মায়ুলুর গোল ইন্টারের অসহায়ত্বকে আরও ফুটিয়ে তোলে।
৩২ বছর পর চ্যাম্পিয়নস লিগের শিরোপা কোনো ফরাসি ক্লাবে। আর প্যারিসে প্রথমবার। সেজন্য একটি বড় ধন্যবাদ তো পেতেই পারেন লুইস এনরিকে। আনকোরা দলটিকে নিয়ে স্বপ্ন ছুঁয়ে দেখেছেন তিনি। দিয়েছেন নবম ক্লাব হিসেবে ট্রেবল জয়ের স্বাদ। দুটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন লিগ জিতে নিজেও নাম লিখিয়েন বিরল ক্লাবে। ভালোবাসার শহর প্যারিসের হৃদয়ে এই স্প্যানিশ কোচ গেঁঁথে গেলেন আজীবনের জন্য।

স্বপ্ন দেখার শুরুটা নেইমারকে। এরপর কত তারকাই তো এলেন। খেলে গেছেন লিওনেল মেসিও। হালের অন্যতম সেনসেশন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কত নাটকই তো হলো। কিন্তু তাঁরা কি পেরেছেন? উত্তরটা সবারই জানা। তবে পেরেছেন দেজিরে দুয়ে। তাঁকে দিয়ে সোনা ফলিয়ে কোচ লুইস এনরিকে পিএসজিকে এনে দিয়েছেন স্বপ্নের শিরোপা।
আর ইন্টার মিলান? যতটা দ্রুত সম্ভব দুঃস্বপ্নের ফাইনালটি ভুলে যেতে চাইবে তারা। সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে রোমাঞ্চকর দুটি ম্যাচ উপহার দেওয়া দলটি কিনা একেবারেই বিপরীত রূপে হাজির৷ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ইতিহাসে কোনো দলই এভাবে গুঁড়িয়ে যায়নি, এভাবে বিধ্বস্ত হয়নি, যেভাবে ইন্টার হয়েছে। পিএসজির শিরোপার জয়ের মাত্রাটা তাই অনন্য। কারণ ফাইনাল ৫-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার নজির নেই আর কোনো ক্লাবের।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টারের জমাট বাঁধা রক্ষণ ভাঙতে পিএসজির সময় লাগে ১২ মিনিট। ভিতিনিয়ার নিঁখুত থ্রু বল বক্সের ভেতর থেকে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন দেজিরে দুয়ে। ৬ গজের বক্সে তখন ফাঁকায় ছিলেন আশরাফ হাকিমি। দুয়ের কাছ থেকে বল পেয়ে পিএসজিকে এগিয়ে দিতে কোনো ভুল করেননি এই ডিফেন্ডার।
গোল করে অবশ্য তেমন কোনো উদযাপন করেননি হাকিমি। কারণ একটি মৌসুম যে ইন্টারে কাটিয়েছেন তিনি।
আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দুয়ে। দ্রুত এক পাল্টা আক্রমণে বাঁ প্রান্ত ধরে এগিয়ে যান ওসমান দেম্বেলে। দারুণ এক ক্রসে বল বাড়ান ডান প্রান্তে থাকা দুয়েকে। ক্ষিপ্র গতির ভলিতে দুয়ে জাল কাঁপিয়ে নাম লেখান ইতিহাসে।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল ও অ্যাসিস্ট আছে ৬ ফুটবলারের। কিন্তু বাকি পাঁচজনের কেউই দুয়ের চেয়ে কম বয়সে (১৯ বছর ৩৬২ দিন) এই ক্লাবে নাম লেখাননি।
বিরতির পর আরও ধারালো হয়ে ওঠে পিএসজি। ৬৩ মিনিটে ভিতিনিয়ার পাস থেকে দ্যুতি ছড়ানো দুয়ে দ্বিতীয় গোলটি করে বুঝিয়ে দেন এই শিরোপা মিলানে নয় উঠছে প্যারিসের বিমানে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এর আগে কেউই সরাসরি তিন গোলে অবদান রাখতে পারেননি। ৭৩ মিনিটে খাভিচা কাভারাৎসখেলিয়া ও ৮৬ মিনিটে সেনি মায়ুলুর গোল ইন্টারের অসহায়ত্বকে আরও ফুটিয়ে তোলে।
৩২ বছর পর চ্যাম্পিয়নস লিগের শিরোপা কোনো ফরাসি ক্লাবে। আর প্যারিসে প্রথমবার। সেজন্য একটি বড় ধন্যবাদ তো পেতেই পারেন লুইস এনরিকে। আনকোরা দলটিকে নিয়ে স্বপ্ন ছুঁয়ে দেখেছেন তিনি। দিয়েছেন নবম ক্লাব হিসেবে ট্রেবল জয়ের স্বাদ। দুটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন লিগ জিতে নিজেও নাম লিখিয়েন বিরল ক্লাবে। ভালোবাসার শহর প্যারিসের হৃদয়ে এই স্প্যানিশ কোচ গেঁঁথে গেলেন আজীবনের জন্য।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১২ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২১ দিন আগে