আফ্রিকা কাপ অব নেশনস
ক্রীড়া ডেস্ক

তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বাগতিক মরক্কো।
মরক্কোর তানজিয়ারে প্রথম সেমিফাইনালটি হবে ২০২২ সালের মে মাসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর প্রথমবার মানে ও সালাহর পুনর্মিলন। ওই ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের পরই লিভারপুল ছাড়েন মানে; প্রথমে বায়ার্ন মিউনিখে, এক বছর পর সৌদি প্রো লিগের আল-নাসরে যোগ দেন তিনি।
আর সালাহ লিভারপুলে পড়ে থাকলেও সাম্প্রতিক সময়ে সৌদি আরবে যাওয়ার গুঞ্জন উঠেছে। লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তিনি মিসরের আফ্রিকা কাপ অব নেশনস অভিযানে যোগ দেন। সেমিফাইনাল পর্যন্ত ফারাওদের যাত্রায় চার ম্যাচে ৪ গোল করে প্রথমবারের মতো টুর্নামেন্ট জয়ের লক্ষ্য স্থির করেছেন সালাহ।
এবার না পারলে আর কখন! আগামী জুনে ৩৪ বছরে পা দিতে যাওয়া সালাহর সামনে সময়ও ফুরিয়ে আসছে। মিসর ৭ বার এই টুর্নামেন্ট জিতলেও সালাহ একবারও এই ট্রফি হাতে নিতে পারেননি। তবে দুইবার ফাইনাল খেলার অভিজ্ঞতা তাঁর। ২০১৭ সালে গ্যাবনে ক্যামেরুনের কাছে হারা মিসর দলে ছিলেন তিনি। এরপর ২০২২ ফাইনালেও সেনেগালের বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে যায় সালাহর নেতৃত্বাধীন মিসর।
তিন বছর আগেই সেই ফাইনালে টাইব্রেকারে শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণী শটটি নিয়েছিলেন মানে। সফল শটে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় সেনেগাল। স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে বিদায় নেন সালাহর মিসর।
সেই ঘটনার দুই মাসের কম সময় পর বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে আবার মুখোমুখি হয় দুই দল। আবার পেনাল্টি—এবার সালাহ মিস করেন, মানে গোল করেন, সেনেগাল জয় পায়। কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় ওঠে সেনেগাল, আর আরব বিশ্বে হওয়া প্রথম বিশ্বকাপে খেলতেই পারেনি মিসর। এই দুই দল এবারের বিশ্বকাপের চূড়ান্ত পর্বেও জায়গা করে নিয়েছে। সেই বিশ্বকাপের আগে দুই তারকার চোখেই মহাদেশীয় এই শিরোপা। কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্টকে হারিয়ে দেওয়ার পর সালাহ তো বলেই দিয়েছেন, ‘এই ট্রফিটা জেতার ইচ্ছা আমার চেয়ে বেশি নেই আর কারও। আমি প্রায় সব শিরোপাই জিতেছি। এই শিরোপাটারই অপেক্ষায়।’
দিনের আরেক সেমিফাইনালে নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বাগতিক মরক্কো। টুর্নামেন্টের শুরু থেকেই ভালো খেলছে নাইজেরিয়া। পাঁচ ম্যাচে করেছে ১৪ গোল। দলের বড় তারকা ওসিমেনের ৪ গোলের মধ্যে আছে আলজেরিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রথম গোল, যেখানে তিনি আকর অ্যাডামসের জয়সূচক গোলেও সহায়তা করেন। আজকের সেমিফাইনালেও তাঁর কাছে গোল চাইবে দল।
মরক্কো গোলের জন্য তাকিয়ে থাকবে ব্রাহিম দিয়াজের দিকে। টানা পাঁচ ম্যাচে গোল করেছেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। দলের গোলরক্ষক ইয়াসিন বুনুও দুর্দান্ত পারফর্ম করছেন গোলপোস্টের সামনে। ৩৪ বছর বয়সী এই গোলকিপার তিনটি গ্রুপ ম্যাচ ও দুটি নকআউট ম্যাচে মাত্র একবারই গোল হজম করেছেন, সেটিও পেনাল্টি থেকে।

তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বাগতিক মরক্কো।
মরক্কোর তানজিয়ারে প্রথম সেমিফাইনালটি হবে ২০২২ সালের মে মাসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর প্রথমবার মানে ও সালাহর পুনর্মিলন। ওই ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের পরই লিভারপুল ছাড়েন মানে; প্রথমে বায়ার্ন মিউনিখে, এক বছর পর সৌদি প্রো লিগের আল-নাসরে যোগ দেন তিনি।
আর সালাহ লিভারপুলে পড়ে থাকলেও সাম্প্রতিক সময়ে সৌদি আরবে যাওয়ার গুঞ্জন উঠেছে। লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তিনি মিসরের আফ্রিকা কাপ অব নেশনস অভিযানে যোগ দেন। সেমিফাইনাল পর্যন্ত ফারাওদের যাত্রায় চার ম্যাচে ৪ গোল করে প্রথমবারের মতো টুর্নামেন্ট জয়ের লক্ষ্য স্থির করেছেন সালাহ।
এবার না পারলে আর কখন! আগামী জুনে ৩৪ বছরে পা দিতে যাওয়া সালাহর সামনে সময়ও ফুরিয়ে আসছে। মিসর ৭ বার এই টুর্নামেন্ট জিতলেও সালাহ একবারও এই ট্রফি হাতে নিতে পারেননি। তবে দুইবার ফাইনাল খেলার অভিজ্ঞতা তাঁর। ২০১৭ সালে গ্যাবনে ক্যামেরুনের কাছে হারা মিসর দলে ছিলেন তিনি। এরপর ২০২২ ফাইনালেও সেনেগালের বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে যায় সালাহর নেতৃত্বাধীন মিসর।
তিন বছর আগেই সেই ফাইনালে টাইব্রেকারে শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণী শটটি নিয়েছিলেন মানে। সফল শটে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় সেনেগাল। স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে বিদায় নেন সালাহর মিসর।
সেই ঘটনার দুই মাসের কম সময় পর বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে আবার মুখোমুখি হয় দুই দল। আবার পেনাল্টি—এবার সালাহ মিস করেন, মানে গোল করেন, সেনেগাল জয় পায়। কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় ওঠে সেনেগাল, আর আরব বিশ্বে হওয়া প্রথম বিশ্বকাপে খেলতেই পারেনি মিসর। এই দুই দল এবারের বিশ্বকাপের চূড়ান্ত পর্বেও জায়গা করে নিয়েছে। সেই বিশ্বকাপের আগে দুই তারকার চোখেই মহাদেশীয় এই শিরোপা। কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্টকে হারিয়ে দেওয়ার পর সালাহ তো বলেই দিয়েছেন, ‘এই ট্রফিটা জেতার ইচ্ছা আমার চেয়ে বেশি নেই আর কারও। আমি প্রায় সব শিরোপাই জিতেছি। এই শিরোপাটারই অপেক্ষায়।’
দিনের আরেক সেমিফাইনালে নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বাগতিক মরক্কো। টুর্নামেন্টের শুরু থেকেই ভালো খেলছে নাইজেরিয়া। পাঁচ ম্যাচে করেছে ১৪ গোল। দলের বড় তারকা ওসিমেনের ৪ গোলের মধ্যে আছে আলজেরিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রথম গোল, যেখানে তিনি আকর অ্যাডামসের জয়সূচক গোলেও সহায়তা করেন। আজকের সেমিফাইনালেও তাঁর কাছে গোল চাইবে দল।
মরক্কো গোলের জন্য তাকিয়ে থাকবে ব্রাহিম দিয়াজের দিকে। টানা পাঁচ ম্যাচে গোল করেছেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। দলের গোলরক্ষক ইয়াসিন বুনুও দুর্দান্ত পারফর্ম করছেন গোলপোস্টের সামনে। ৩৪ বছর বয়সী এই গোলকিপার তিনটি গ্রুপ ম্যাচ ও দুটি নকআউট ম্যাচে মাত্র একবারই গোল হজম করেছেন, সেটিও পেনাল্টি থেকে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৭ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৮ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২১ দিন আগে