নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ফেরা প্রবাসী শ্রমিকদের কাছ থেকে বিমানবন্দর এলাকা থেকেই স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ সর্বস্ব লুটে নিতেন তাঁরা। এই আন্তজেলা ডাকাত দলের সর্দার তৈয়ব আলী। তিনি একটি উপজেলার বিএনপির শ্রমিক দলের সভাপতি। তাঁর নামে টাঙ্গাইলে ৪০ লাখ টাকার একটি ডাকাতি মামলাসহ একটি খুনের মামলাও রয়েছে। এ ছাড়া সারা দেশে ডাকাতিসহ আরও ছয়টি মামলার আসামি তিনি।
প্রবাসীদের টার্গেট করে একটি আন্তজেলা ডাকাত চক্র বেশ কিছুদিন ধরে সক্রিয় বলে অভিযোগ পায় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বুধবার রাতে রাজধানীসহ মাদারীপুর ও ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবির উত্তর বিভাগ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার।
ডিবির অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার বলেন, বিএনপির শ্রমিক দলের সভাপতির আড়ালে তৈয়ব আলী ডাকাতি করার মাধ্যমে অনেক সম্পদের মালিক হয়েছেন। এ জন্য তাঁর নামে একটি মানি লন্ডারিং মামলা হবে।
ডাকাত চক্রের প্রধান তৈয়ব আলীর রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বিলাসবহুল বাড়িসহ দুটি প্লট রয়েছে। একটি দামি গাড়ি রয়েছে। নম্বর-প্লেট পরিবর্তন করে ডাকাতির কাজে এই গাড়ি ব্যবহার করেন তিনি। তাঁর সহযোগী মিলন সরদারেরও একটি চারতলা বাড়ির সন্ধান পেয়েছে ডিবি।
গ্রেপ্তারকৃতরা হলেন তৈয়ব আলী (৪২), তাঁর স্ত্রী রিমা আক্তার হ্যাপি (২৪), মিলন সরদার (৩০), মনির হোসেন (৪৩) ও বিপুল দেবনাথ (৪৩)। এ সময় তাঁদের কাছ থেকে একটি অস্ত্র, দুটি গুলি, একটি ম্যাগাজিন, একটি ওয়ারলেস, একটি হ্যান্ডকাফ, নগদ ২৩ হাজার টাকাসহ ডাকাতি করা ১ কেজি ৩৬৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
হাফিজ আক্তার বলেন, চক্রটি সকালে দুবাই থেকে আসা ফ্লাইটের যাত্রীদের টার্গেট করেই ডাকাত করে। প্রবাসী যাত্রীরা বিদেশ থেকে কম দামে কিছু স্বর্ণ নিয়ে আসেন। পরে তাঁরা দেশে অনেক দামে বিক্রি করেন। তবে এই চক্র প্রবাসীদের টার্গেট করেই সর্বস্ব লুটে নেয়।
অতিরিক্ত কমিশনার বলেন, তাঁরা বিমানবন্দরের ভেতর থেকে কোনো তথ্যই পান না। কিন্তু বিমানের শিডিউলগুলো ফলো করেন। এ ছাড়া দুবাই থেকে আসা ফ্লাইটগুলো তাঁরা লক্ষ্য করেন বেশি। এতে প্রবাসীসহ বিদেশি যাত্রীরাই বেশি আসেন।
হাফিজ আক্তার বলেন, প্রবাসী রাসেল ও সাইফুল গাবতলী যাওয়ার উদ্দেশে কাওলা বাসস্ট্যান্ড থেকে সিএনজি অটোরিকশাযোগে মিরপুর বেড়িবাঁধে যাওয়ার পথে আব্দুল্লাহপুর থানার বেড়িবাঁধ রোডে সিলভার রঙের একটি গাড়ি তাঁদের অটোরিকশার গতি রোধ করে। পরে মেরে ফেলার ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে সবকিছু নিয়ে যায়। এ ঘটনায় তুরাগ থানায় একটি মামলা হয়েছে।
ডিবি কর্মকর্তা বলেন, এই ডাকাত দলের সদস্যদের টার্গেটই থাকত ভোরে যাঁরা এয়ারপোর্ট থেকে বিভিন্ন এলাকায় যান তাঁদের। তাঁরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ডাকাতি করে আসছিলেন। এ ছাড়া গ্রেপ্তারকৃত তৈয়ব আলী কামরাঙ্গীরচর বিএনপির শ্রমিক দলের নেতা ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির প্রধান বলেন, ওই ঘটনায় এয়ারপোর্টের কোনো ব্যক্তি জড়িত আছেন কি না, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তবে গ্রেপ্তারকৃতরা জানান, তাঁরা নাকি প্রবাসীদের চলাফেরা বা আকার-ইঙ্গিতে বুঝতে পারেন কাদের কাছে মূল্যবান জিনিস আছে। তিনি বলেন, এসব ঘটনা অনেকেই থানায় জানান না। এ জন্য আমরা বিস্তারিত জানতে পারি না। আমরা মনে করি, এ ধরনের ডাকাতির ক্ষেত্রে থানায় বিস্তারিত জানানো উচিত।

দেশে ফেরা প্রবাসী শ্রমিকদের কাছ থেকে বিমানবন্দর এলাকা থেকেই স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ সর্বস্ব লুটে নিতেন তাঁরা। এই আন্তজেলা ডাকাত দলের সর্দার তৈয়ব আলী। তিনি একটি উপজেলার বিএনপির শ্রমিক দলের সভাপতি। তাঁর নামে টাঙ্গাইলে ৪০ লাখ টাকার একটি ডাকাতি মামলাসহ একটি খুনের মামলাও রয়েছে। এ ছাড়া সারা দেশে ডাকাতিসহ আরও ছয়টি মামলার আসামি তিনি।
প্রবাসীদের টার্গেট করে একটি আন্তজেলা ডাকাত চক্র বেশ কিছুদিন ধরে সক্রিয় বলে অভিযোগ পায় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বুধবার রাতে রাজধানীসহ মাদারীপুর ও ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবির উত্তর বিভাগ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার।
ডিবির অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার বলেন, বিএনপির শ্রমিক দলের সভাপতির আড়ালে তৈয়ব আলী ডাকাতি করার মাধ্যমে অনেক সম্পদের মালিক হয়েছেন। এ জন্য তাঁর নামে একটি মানি লন্ডারিং মামলা হবে।
ডাকাত চক্রের প্রধান তৈয়ব আলীর রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বিলাসবহুল বাড়িসহ দুটি প্লট রয়েছে। একটি দামি গাড়ি রয়েছে। নম্বর-প্লেট পরিবর্তন করে ডাকাতির কাজে এই গাড়ি ব্যবহার করেন তিনি। তাঁর সহযোগী মিলন সরদারেরও একটি চারতলা বাড়ির সন্ধান পেয়েছে ডিবি।
গ্রেপ্তারকৃতরা হলেন তৈয়ব আলী (৪২), তাঁর স্ত্রী রিমা আক্তার হ্যাপি (২৪), মিলন সরদার (৩০), মনির হোসেন (৪৩) ও বিপুল দেবনাথ (৪৩)। এ সময় তাঁদের কাছ থেকে একটি অস্ত্র, দুটি গুলি, একটি ম্যাগাজিন, একটি ওয়ারলেস, একটি হ্যান্ডকাফ, নগদ ২৩ হাজার টাকাসহ ডাকাতি করা ১ কেজি ৩৬৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
হাফিজ আক্তার বলেন, চক্রটি সকালে দুবাই থেকে আসা ফ্লাইটের যাত্রীদের টার্গেট করেই ডাকাত করে। প্রবাসী যাত্রীরা বিদেশ থেকে কম দামে কিছু স্বর্ণ নিয়ে আসেন। পরে তাঁরা দেশে অনেক দামে বিক্রি করেন। তবে এই চক্র প্রবাসীদের টার্গেট করেই সর্বস্ব লুটে নেয়।
অতিরিক্ত কমিশনার বলেন, তাঁরা বিমানবন্দরের ভেতর থেকে কোনো তথ্যই পান না। কিন্তু বিমানের শিডিউলগুলো ফলো করেন। এ ছাড়া দুবাই থেকে আসা ফ্লাইটগুলো তাঁরা লক্ষ্য করেন বেশি। এতে প্রবাসীসহ বিদেশি যাত্রীরাই বেশি আসেন।
হাফিজ আক্তার বলেন, প্রবাসী রাসেল ও সাইফুল গাবতলী যাওয়ার উদ্দেশে কাওলা বাসস্ট্যান্ড থেকে সিএনজি অটোরিকশাযোগে মিরপুর বেড়িবাঁধে যাওয়ার পথে আব্দুল্লাহপুর থানার বেড়িবাঁধ রোডে সিলভার রঙের একটি গাড়ি তাঁদের অটোরিকশার গতি রোধ করে। পরে মেরে ফেলার ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে সবকিছু নিয়ে যায়। এ ঘটনায় তুরাগ থানায় একটি মামলা হয়েছে।
ডিবি কর্মকর্তা বলেন, এই ডাকাত দলের সদস্যদের টার্গেটই থাকত ভোরে যাঁরা এয়ারপোর্ট থেকে বিভিন্ন এলাকায় যান তাঁদের। তাঁরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ডাকাতি করে আসছিলেন। এ ছাড়া গ্রেপ্তারকৃত তৈয়ব আলী কামরাঙ্গীরচর বিএনপির শ্রমিক দলের নেতা ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির প্রধান বলেন, ওই ঘটনায় এয়ারপোর্টের কোনো ব্যক্তি জড়িত আছেন কি না, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তবে গ্রেপ্তারকৃতরা জানান, তাঁরা নাকি প্রবাসীদের চলাফেরা বা আকার-ইঙ্গিতে বুঝতে পারেন কাদের কাছে মূল্যবান জিনিস আছে। তিনি বলেন, এসব ঘটনা অনেকেই থানায় জানান না। এ জন্য আমরা বিস্তারিত জানতে পারি না। আমরা মনে করি, এ ধরনের ডাকাতির ক্ষেত্রে থানায় বিস্তারিত জানানো উচিত।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫