নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করায় মামলার বাদীকে হুমকি দেওয়া হচ্ছে। সেলফোনে এ হুমকি দিচ্ছেন একাধিক ব্যক্তি। ফোন করে বলা হচ্ছে, আনভীরকে আসামি করায় তাদের জন্য ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে।
গত সোমবার দেশের প্রভাবশালী শিল্প প্রতিষ্ঠানের এই এমডিকে আসামি করে গুলশান থানায় মামলা দায়ের করেন নিহত মোসারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান।
নুসরাত জাহান বলেন, আমাকে ফোন করে বলা হয়েছে যে বোনকে দিয়ে বিজনেস করানোর জন্য আমরা আনভীরকে ফাঁসিয়েছি। যেটা ঠিক হয়নি, এর পরিণাম ভয়াবহ হবে। বুধবার দুপুরে আজকের পত্রিকার সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
মামলা বাদী নুসরাত জাহান বলেন, একাধিক নাম্বার থেকে ছয় বার ফোন এসেছে। নাম পরিচয় না দিয়ে তারা বলেন, আমরা নাকি আনভীরকে ফাঁসাতে মুনিয়াকে ব্যবহার করেছি। যার পিছনের কারণ মোটা অংকের টাকা নেওয়া। আমরা হুমকির বিষয়টি নিয়ে এখন আতঙ্কে আছি। যেহেতু তারা প্রভাবশালী। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বিকেলে কুমিল্লার মনোহরপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করতে যাবো।
গত সোমবার রাতে গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রাতেই মামলা দায়ের করেন ওই তরুণীর বড় বোন নুসরাত জাহান। মামলার পর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত ৷
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ঐ তরুণীর সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ‘প্রেমের সম্পর্ক' ছিল ৷
আরও পড়ুন:

ঢাকা: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করায় মামলার বাদীকে হুমকি দেওয়া হচ্ছে। সেলফোনে এ হুমকি দিচ্ছেন একাধিক ব্যক্তি। ফোন করে বলা হচ্ছে, আনভীরকে আসামি করায় তাদের জন্য ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে।
গত সোমবার দেশের প্রভাবশালী শিল্প প্রতিষ্ঠানের এই এমডিকে আসামি করে গুলশান থানায় মামলা দায়ের করেন নিহত মোসারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান।
নুসরাত জাহান বলেন, আমাকে ফোন করে বলা হয়েছে যে বোনকে দিয়ে বিজনেস করানোর জন্য আমরা আনভীরকে ফাঁসিয়েছি। যেটা ঠিক হয়নি, এর পরিণাম ভয়াবহ হবে। বুধবার দুপুরে আজকের পত্রিকার সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
মামলা বাদী নুসরাত জাহান বলেন, একাধিক নাম্বার থেকে ছয় বার ফোন এসেছে। নাম পরিচয় না দিয়ে তারা বলেন, আমরা নাকি আনভীরকে ফাঁসাতে মুনিয়াকে ব্যবহার করেছি। যার পিছনের কারণ মোটা অংকের টাকা নেওয়া। আমরা হুমকির বিষয়টি নিয়ে এখন আতঙ্কে আছি। যেহেতু তারা প্রভাবশালী। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বিকেলে কুমিল্লার মনোহরপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করতে যাবো।
গত সোমবার রাতে গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রাতেই মামলা দায়ের করেন ওই তরুণীর বড় বোন নুসরাত জাহান। মামলার পর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত ৷
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ঐ তরুণীর সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ‘প্রেমের সম্পর্ক' ছিল ৷
আরও পড়ুন:

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৭ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৮ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২১ দিন আগে