নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ছিনতাইয়ের পরে ছুরিকাঘাতে সম্প্রতি খুন হন সাইমন নামে এক পোশাকশ্রমিক। চার দিন আগের এই হত্যাকাণ্ডে দায়ের করা এক মামলায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইউসুফ (২১) ও ইকবাল (২০)।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুর ২ নম্বর ডিসি অফিসে এক সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা এসব তথ্য জানান।
ঘটনার এক দিন পর গত বুধবার ভুক্তভোগীর বাবা শাহজাহান শেখ দারুস সালাম থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। মামলার এক দিন পর মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ১০০ টাকা ও একটি চাকু জব্দ করা হয়। অপর আসামিকে ধরতে অভিযান চলছে।
পুলিশ জানায়, দুই মাস আগে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে গার্মেন্টসে চাকরি করার স্বপ্ন নিয়ে রাজধানীতে আসেন সাইমন। চাচার সঙ্গে থেকে মিরপুরের একটি গার্মেন্টসে পোশাকশ্রমিকের কাজ করতেন। প্রথম মাসের বেতনের টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া করতে সনি সিনেমা হল এলাকায় গিয়েছিলেন। সাইমনের সঙ্গে ছিলেন বন্ধু রাব্বি ও হৃদয়। বেতনের ১০ হাজার টাকার মধ্যে ২ হাজার টাকা খরচও করেছিলেন। কিনেছিলেন একটি প্যান্ট।
ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পথে ভুক্তভোগী সাইমন ও রাব্বি ছিনতাইকারীর কবলে পড়েন। তিন ছিনতাইকারী তাদের দুজনকে বলে, সাইমন নাকি তাদের বড় ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ছবি মিলিয়ে দেখার কথা বলে রিকশায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে যায় তাঁদের। সাইমনকে ছিনতাইকারীরা একটু দূরে নিয়ে গিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীরা ভুক্তভোগীকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা সাইমনকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ছিনতাইয়ের পরে ছুরিকাঘাতে সম্প্রতি খুন হন সাইমন নামে এক পোশাকশ্রমিক। চার দিন আগের এই হত্যাকাণ্ডে দায়ের করা এক মামলায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইউসুফ (২১) ও ইকবাল (২০)।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুর ২ নম্বর ডিসি অফিসে এক সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা এসব তথ্য জানান।
ঘটনার এক দিন পর গত বুধবার ভুক্তভোগীর বাবা শাহজাহান শেখ দারুস সালাম থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। মামলার এক দিন পর মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ১০০ টাকা ও একটি চাকু জব্দ করা হয়। অপর আসামিকে ধরতে অভিযান চলছে।
পুলিশ জানায়, দুই মাস আগে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে গার্মেন্টসে চাকরি করার স্বপ্ন নিয়ে রাজধানীতে আসেন সাইমন। চাচার সঙ্গে থেকে মিরপুরের একটি গার্মেন্টসে পোশাকশ্রমিকের কাজ করতেন। প্রথম মাসের বেতনের টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া করতে সনি সিনেমা হল এলাকায় গিয়েছিলেন। সাইমনের সঙ্গে ছিলেন বন্ধু রাব্বি ও হৃদয়। বেতনের ১০ হাজার টাকার মধ্যে ২ হাজার টাকা খরচও করেছিলেন। কিনেছিলেন একটি প্যান্ট।
ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পথে ভুক্তভোগী সাইমন ও রাব্বি ছিনতাইকারীর কবলে পড়েন। তিন ছিনতাইকারী তাদের দুজনকে বলে, সাইমন নাকি তাদের বড় ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ছবি মিলিয়ে দেখার কথা বলে রিকশায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে যায় তাঁদের। সাইমনকে ছিনতাইকারীরা একটু দূরে নিয়ে গিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীরা ভুক্তভোগীকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা সাইমনকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে