
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামের কিশোর ফয়সাল আহম্মেদের (১৭) মরদেহ উদ্ধার করেছে র্যাব। নিখোঁজ হওয়ার ৯ দিন পর শুক্রবার ভোরে ঋষিপাড়া খাল থেকে উদ্ধার তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অপূর্ব চন্দ্র দাস ও তপু চন্দ্র দাস নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে ফয়সাল আহম্মেদের লাশ উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
নিহত ফয়সাল আহম্মেদ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর গ্রামের আবুল হোসেনের ছেলে। গ্রেপ্তার হওয়া দুজন অপূর্ব চন্দ্র দাস সোনারগাঁ পৌরসভার ঋষিপাড়া গ্রামের তপন চন্দ্র দাসের ছেলে এবং তপু চন্দ্র দাস একই গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে।
শুক্রবার র্যাব-১১ এর অধিনায়ক লে: কর্নেল তানভীর মাহমুদ এক বিবৃতিতে বলেন, ফয়সাল আহম্মেদ সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামে তার মামার বাড়িতে বসবাস করত। গত ২৬ জানুয়ারি রাতে ফয়সাল নিখোঁজ হয়। নিখোঁজের পর ফয়সাল আহম্মেদের মামা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির সূত্র ধরে র্যাব-১১ এর সদস্যরা পুরো ঘটনাটি তদন্ত করে বৃহস্পতিবার রাতে পৌর এলাকার ঋষিপাড়া গ্রাম থেকে অপূর্ব চন্দ্র দাস ও তপু চন্দ্র দাস নামের দুই যুবককে আটক করে। আটকের পর র্যাব সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক জানান, পূর্ব শত্রুতার জের ধরে তারা দুজন ফয়সাল আহম্মেদকে হত্যা করেছে।
হত্যার বর্ণনায় তারা র্যাবকে জানায়, প্রথমে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি নির্জন বাগানে নেওয়া হয় ফয়সালকে। সেখানে তার হাত, পা বেঁধে পিটিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে অপূর্ব ও তপু। এরপর ফয়সালের মরদেহ গুম করার উদ্দেশ্যে নিজেদের বাড়ির পাশের একটি খালে ফেলে দিয়ে ওপরে কচুরিপানা দিয়ে ডুবিয়ে রাখে। পরে তাদের দেখানো স্থান থেকে ফয়সালের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ৪ জনকে আসামি করে নিহত ফয়সাল আহম্মেদের বাবা থানায় মামলা করেছেন। এ মামলায় আটক দুই আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামের কিশোর ফয়সাল আহম্মেদের (১৭) মরদেহ উদ্ধার করেছে র্যাব। নিখোঁজ হওয়ার ৯ দিন পর শুক্রবার ভোরে ঋষিপাড়া খাল থেকে উদ্ধার তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অপূর্ব চন্দ্র দাস ও তপু চন্দ্র দাস নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে ফয়সাল আহম্মেদের লাশ উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
নিহত ফয়সাল আহম্মেদ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর গ্রামের আবুল হোসেনের ছেলে। গ্রেপ্তার হওয়া দুজন অপূর্ব চন্দ্র দাস সোনারগাঁ পৌরসভার ঋষিপাড়া গ্রামের তপন চন্দ্র দাসের ছেলে এবং তপু চন্দ্র দাস একই গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে।
শুক্রবার র্যাব-১১ এর অধিনায়ক লে: কর্নেল তানভীর মাহমুদ এক বিবৃতিতে বলেন, ফয়সাল আহম্মেদ সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামে তার মামার বাড়িতে বসবাস করত। গত ২৬ জানুয়ারি রাতে ফয়সাল নিখোঁজ হয়। নিখোঁজের পর ফয়সাল আহম্মেদের মামা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির সূত্র ধরে র্যাব-১১ এর সদস্যরা পুরো ঘটনাটি তদন্ত করে বৃহস্পতিবার রাতে পৌর এলাকার ঋষিপাড়া গ্রাম থেকে অপূর্ব চন্দ্র দাস ও তপু চন্দ্র দাস নামের দুই যুবককে আটক করে। আটকের পর র্যাব সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক জানান, পূর্ব শত্রুতার জের ধরে তারা দুজন ফয়সাল আহম্মেদকে হত্যা করেছে।
হত্যার বর্ণনায় তারা র্যাবকে জানায়, প্রথমে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি নির্জন বাগানে নেওয়া হয় ফয়সালকে। সেখানে তার হাত, পা বেঁধে পিটিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে অপূর্ব ও তপু। এরপর ফয়সালের মরদেহ গুম করার উদ্দেশ্যে নিজেদের বাড়ির পাশের একটি খালে ফেলে দিয়ে ওপরে কচুরিপানা দিয়ে ডুবিয়ে রাখে। পরে তাদের দেখানো স্থান থেকে ফয়সালের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ৪ জনকে আসামি করে নিহত ফয়সাল আহম্মেদের বাবা থানায় মামলা করেছেন। এ মামলায় আটক দুই আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে