
গাজীপুরের শ্রীপুরে ঘুরতে আসা চার তরুণ-তরুণীকে রেলওয়ে স্টেশন থেকে তুলে নিয়ে সেলফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শনিবার উপজেলার কাওরাইদ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরুণেরা জানান, পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার গয়েশপুর এলাকা থেকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ বাজারে তাঁরা চার বন্ধু ঘুরতে আসেন। কাওরাইদ রেলওয়ে স্টেশনে বসে গল্প করার সময় স্থানীয় ইউনিয়নের বেইলদীয়া গ্রামের মৃত আব্দুল কাদের শেখের ছেলে মো. নয়ন শেখ ও তাঁর দলবলসহ চারজনকে ভয় দেখিয়ে তুলে নিয়ে যায়। পরে বরমী ইউনিয়ন নতুন বাজার এলাকায় গভীর জঙ্গলে নিয়ে তাঁদের চারটি মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ অর্থ রেখে দুই তরুণকে মারধর করে ছেড়ে দেয়। এরপর তরুণী দুজনকে নিয়ে অন্যত্র চলে যায়। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী এক তরুণ বলেন, চারজন বন্ধু মিলে ঘুরতে আসি কাওরাইদ। এরপর রেলওয়ে স্টেশনে পৌঁছানো মাত্র অভিযুক্তরা তাঁদের ভয় দেখিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের বরমী এলাকার নতুন বাজারে নিয়ে ফোনসেট ও টাকা ছিনিয়ে নেয়। পরে দুজন তরুণকে মারধর করে ছেড়ে দেয়। ঘটনার অনেক পর তাদের সঙ্গে থাকা দুই তরুণীকে ছেড়ে দেয় অভিযুক্তরা। এ ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে আইনগত সহায়তা চাইবেন বলে জানান তিনি।
অভিযুক্ত মো. নয়ন শেখের ব্যক্তিগত ফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি জবাব দেননি।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘এ রকম ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের শ্রীপুরে ঘুরতে আসা চার তরুণ-তরুণীকে রেলওয়ে স্টেশন থেকে তুলে নিয়ে সেলফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শনিবার উপজেলার কাওরাইদ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরুণেরা জানান, পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার গয়েশপুর এলাকা থেকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ বাজারে তাঁরা চার বন্ধু ঘুরতে আসেন। কাওরাইদ রেলওয়ে স্টেশনে বসে গল্প করার সময় স্থানীয় ইউনিয়নের বেইলদীয়া গ্রামের মৃত আব্দুল কাদের শেখের ছেলে মো. নয়ন শেখ ও তাঁর দলবলসহ চারজনকে ভয় দেখিয়ে তুলে নিয়ে যায়। পরে বরমী ইউনিয়ন নতুন বাজার এলাকায় গভীর জঙ্গলে নিয়ে তাঁদের চারটি মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ অর্থ রেখে দুই তরুণকে মারধর করে ছেড়ে দেয়। এরপর তরুণী দুজনকে নিয়ে অন্যত্র চলে যায়। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী এক তরুণ বলেন, চারজন বন্ধু মিলে ঘুরতে আসি কাওরাইদ। এরপর রেলওয়ে স্টেশনে পৌঁছানো মাত্র অভিযুক্তরা তাঁদের ভয় দেখিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের বরমী এলাকার নতুন বাজারে নিয়ে ফোনসেট ও টাকা ছিনিয়ে নেয়। পরে দুজন তরুণকে মারধর করে ছেড়ে দেয়। ঘটনার অনেক পর তাদের সঙ্গে থাকা দুই তরুণীকে ছেড়ে দেয় অভিযুক্তরা। এ ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে আইনগত সহায়তা চাইবেন বলে জানান তিনি।
অভিযুক্ত মো. নয়ন শেখের ব্যক্তিগত ফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি জবাব দেননি।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘এ রকম ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে