Ajker Patrika

আ.লীগ নেতা রিয়াজ উদ্দিনের শাস্তি চান শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৯: ১৪
আ.লীগ নেতা রিয়াজ উদ্দিনের শাস্তি চান শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষকেরা

নারী শিক্ষক ও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ এনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা রিয়াজ উদ্দিন রিয়াজের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষকেরা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তাঁরা রিয়াজের বিরুদ্ধে পুনরায় তদন্তের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২১ সালের ২৯ অক্টোবর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের তৎকালীন দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে যোগদান করেন। তিনি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে স্কুলে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিভিন্ন সময় ক্ষমতাশালী ব্যক্তির দোহাই দিয়ে প্রতিষ্ঠানটিতে একটি ভয়াবহ পরিবেশ তৈরি করেন।

বক্তারা বলেন, রিয়াজের অনৈতিক আচরণে শিক্ষক ও ছাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হন। একপর্যায়ে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কমে যায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমদকে কয়েক দফা মৌখিকভাবে জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। 

প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক হামিদা আক্তার বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তদন্তের নামে প্রহসন করেছে। তদন্তকারী ব্যক্তিরা কোথাও আমাদের বক্তব্য তুলে ধরেননি। যৌন নিপীড়নের বিষয়ে কথা শোনেননি। পুরো তদন্তে রিয়াজ উদ্দিনকে নির্দোষ প্রমাণ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এই তদন্ত প্রত্যাখ্যান করছি। আমরা চাই, দুর্নীতি দমন কমিশন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, স্থানীয় এমপির প্রতিনিধির সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে পুনরায় তদন্ত করা হোক।’ 

মানববন্ধনে আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক আকলিমা আক্তার, সৈয়দা মেহনাজ নাইয়ারা, আলেয়া আক্তার, রেখা মণ্ডল দিনা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত