উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কোটি টাকা মূল্যের স্বর্ণের বার ও মোবাইল ফোনসহ মো. তৌফিক বিন রেজা (৩৮) নামের একজন প্রবাসী যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ওই যাত্রীকে আটক করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।
আটককালে ওই যাত্রীর কাছে থাকা ছয়টি লাগেজ থেকে ২৭৩টি আইফোন, স্যামসাং নোট ২০, গুগল পিক্সেলসহ প্রায় সাড়ে ৩ শতাধিক মোবাইল পাওয়ায় গেছে। এ ছাড়াও তাঁর কাছ থেকে প্রায় ১ কেজি ৬০০ গ্রাম সোনার বার ও স্বর্ণালংকার পাওয়া গেছে।
আটক হওয়া ওই যাত্রী নারায়ণগঞ্জের ফতুল্লার রেলস্টেশন এলাকার মৃত রেজাউল করিম খানের ছেলে তৌফিক বিন রেজা।
এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে সাত কোটি টাকা মূল্যের মোবাইল ফোন ও স্বর্ণসহ তৌফিক বিন রেজা নামের একজন প্রবাসী যাত্রীকে আটক করা হয়েছে। আটকালে তাঁর সঙ্গে থাকা ছয়টি লাগেজ থেকে আইফোন, স্যামসাং নোট ২০, গুগল পিক্সেল ব্রান্ডের প্রায় সাড়ে ৩ শতাধিক মোবাইল, স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এসব মোবাইল ও স্বর্ণের বাজার মূল্য আনুমানিক সাত কোটি টাকা।’
মো. সানোয়ারুল কবির আরও বলেন, ‘আটক হওয়া ওই যাত্রী দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দরে এসে নামেন।’
এ ঘটনায় আটক হওয়া ওই প্রবাসী যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে ও ফৌজদারি আইনে দুটি মামলা করা হবে বলেও জানিয়েছেন ডিসি সানোয়ারুল কবির।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কোটি টাকা মূল্যের স্বর্ণের বার ও মোবাইল ফোনসহ মো. তৌফিক বিন রেজা (৩৮) নামের একজন প্রবাসী যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ওই যাত্রীকে আটক করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।
আটককালে ওই যাত্রীর কাছে থাকা ছয়টি লাগেজ থেকে ২৭৩টি আইফোন, স্যামসাং নোট ২০, গুগল পিক্সেলসহ প্রায় সাড়ে ৩ শতাধিক মোবাইল পাওয়ায় গেছে। এ ছাড়াও তাঁর কাছ থেকে প্রায় ১ কেজি ৬০০ গ্রাম সোনার বার ও স্বর্ণালংকার পাওয়া গেছে।
আটক হওয়া ওই যাত্রী নারায়ণগঞ্জের ফতুল্লার রেলস্টেশন এলাকার মৃত রেজাউল করিম খানের ছেলে তৌফিক বিন রেজা।
এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে সাত কোটি টাকা মূল্যের মোবাইল ফোন ও স্বর্ণসহ তৌফিক বিন রেজা নামের একজন প্রবাসী যাত্রীকে আটক করা হয়েছে। আটকালে তাঁর সঙ্গে থাকা ছয়টি লাগেজ থেকে আইফোন, স্যামসাং নোট ২০, গুগল পিক্সেল ব্রান্ডের প্রায় সাড়ে ৩ শতাধিক মোবাইল, স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এসব মোবাইল ও স্বর্ণের বাজার মূল্য আনুমানিক সাত কোটি টাকা।’
মো. সানোয়ারুল কবির আরও বলেন, ‘আটক হওয়া ওই যাত্রী দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দরে এসে নামেন।’
এ ঘটনায় আটক হওয়া ওই প্রবাসী যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে ও ফৌজদারি আইনে দুটি মামলা করা হবে বলেও জানিয়েছেন ডিসি সানোয়ারুল কবির।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫