ঢাবি সংবাদদাতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেল ‘আত্মপ্রকাশ উৎসব’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে সেলটির যাত্রা শুরু হয়।
উৎসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সেল সম্পাদক সালাউদ্দিন জামিল সৌরভ তাঁর বক্তব্যে সাংস্কৃতিক সেলের লক্ষ্য এবং উদ্দেশ্য তুলে ধরেন। একই সঙ্গে তিন মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, ‘সংস্কৃতি সব সময়ই অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংস্কৃতি চর্চাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক সেল গঠন করেছে।’
সেলের লক্ষ্য নিয়ে সালাউদ্দিন জামিল সৌরভ বলেন, সেলের প্রধান কাজ সংস্কৃতির শেকড়ের সব উপাদানকে তুলে আনা। বাংলাদেশের বৈচিত্র্যময় লোকসংস্কৃতি, সব আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি, এ দেশের নাটক, চলচ্চিত্র, সংগীত, আবৃত্তি, নৃত্য, চিত্রশিল্প, মূকাভিনয়, আলোকচিত্রশিল্প, লাঠিখেলা, নৌকাবাইচসহ শিল্প-সংস্কৃতির সব শাখার চর্চা, প্রচার এবং প্রসারের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা গঠনে সেলটি কাজ করে যাবে।
আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করে সৌরভ বলেন, ‘আগামী তিন মাসে সেলটি যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২০২৫ উদ্যাপন, বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম উপাদান লাঠিখেলা আয়োজন, শিশুদের অংশগ্রহণে দেশব্যাপী জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন, মাসব্যাপী বিভিন্ন ভাষার ক্যালিগ্রাফি প্রদর্শনী, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের তোলা আলোকচিত্র নিয়ে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী আয়োজন, পয়লা বৈশাখে বর্ষবরণ উৎসব আয়োজন করবে।’
কর্মপরিকল্পনার মধ্যে তিনি আরও বলেন, ‘জাতীয় পর্যায়ে পথনাটক উৎসব আয়োজন, জুলাইয়ের কবিতা নিয়ে কবিতা সংকলন প্রকাশ, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তথ্যচিত্র নির্মাণ, বাংলার বাউল ও লোকজ গানসহ সারা পৃথিবীর নানা ধারার সুফি সংগীত নিয়ে সুফি ফেস্ট আয়োজন, দেশব্যাপী কবিতা উৎসব আয়োজন, জুলাই গণ-অভ্যুত্থান, সমসাময়িক অসংগতি এবং বৈষম্যবিষয়ক মূকাভিনয় নিয়ে উৎসব আয়োজন, আদিবাসী সংস্কৃতি নিয়ে উৎসব আয়োজন, পবিত্র মাহে রমজানে মাসব্যাপী কোরআন তিলাওয়াত, আজান, হামদ-নাতসহ ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করবে।’

এই সেলে মোট ২৪ জন সদস্য রাখা হয়েছে। সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন জামিল সৌরভ ছাড়া বাকি সদস্যরা হলেন রাদমান হোসেন অনুপ, ঐতিহ্য আনোয়ার ওহী, উচথোয়াই মারমা, মো. সাইফুল্লাহ, শাকিবুল হাসান, মেহেরুন মিম, সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য, ফারহানা ইয়াসমিন, দেশ রহমান সাজিদ, বাঈদ হোসেন, রেজোয়ানা এ্যলমি সামিয়া, জান্নাতুল ফেরদৌস জুসি, তাহমিদ শাহরিয়ার, মারুফ হোসেন প্রান্ত, রিয়াজুর রহমান, আবির মোহাম্মদ মইন উদ্দীন, মো. আবীর হাসান আনন্দ, নুসরাত জাহান ফাতেমা, মো. জাহিদুল ইসলাম, সানাউল্লাহ, মো. মোনাসশিরুজ্জামান, সুমাইয়া বিনতে সাঈদ ও সায়েফ নূর মিতুল।
উৎসবে আদিবাসী নৃত্য, দেশাত্মবোধক নৃত্য, মূকাভিনয়, দেশাত্মবোধক গান, বাউল গান পরিবেশন ইত্যাদি সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেল ‘আত্মপ্রকাশ উৎসব’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে সেলটির যাত্রা শুরু হয়।
উৎসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সেল সম্পাদক সালাউদ্দিন জামিল সৌরভ তাঁর বক্তব্যে সাংস্কৃতিক সেলের লক্ষ্য এবং উদ্দেশ্য তুলে ধরেন। একই সঙ্গে তিন মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, ‘সংস্কৃতি সব সময়ই অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংস্কৃতি চর্চাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক সেল গঠন করেছে।’
সেলের লক্ষ্য নিয়ে সালাউদ্দিন জামিল সৌরভ বলেন, সেলের প্রধান কাজ সংস্কৃতির শেকড়ের সব উপাদানকে তুলে আনা। বাংলাদেশের বৈচিত্র্যময় লোকসংস্কৃতি, সব আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি, এ দেশের নাটক, চলচ্চিত্র, সংগীত, আবৃত্তি, নৃত্য, চিত্রশিল্প, মূকাভিনয়, আলোকচিত্রশিল্প, লাঠিখেলা, নৌকাবাইচসহ শিল্প-সংস্কৃতির সব শাখার চর্চা, প্রচার এবং প্রসারের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা গঠনে সেলটি কাজ করে যাবে।
আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করে সৌরভ বলেন, ‘আগামী তিন মাসে সেলটি যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২০২৫ উদ্যাপন, বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম উপাদান লাঠিখেলা আয়োজন, শিশুদের অংশগ্রহণে দেশব্যাপী জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন, মাসব্যাপী বিভিন্ন ভাষার ক্যালিগ্রাফি প্রদর্শনী, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের তোলা আলোকচিত্র নিয়ে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী আয়োজন, পয়লা বৈশাখে বর্ষবরণ উৎসব আয়োজন করবে।’
কর্মপরিকল্পনার মধ্যে তিনি আরও বলেন, ‘জাতীয় পর্যায়ে পথনাটক উৎসব আয়োজন, জুলাইয়ের কবিতা নিয়ে কবিতা সংকলন প্রকাশ, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তথ্যচিত্র নির্মাণ, বাংলার বাউল ও লোকজ গানসহ সারা পৃথিবীর নানা ধারার সুফি সংগীত নিয়ে সুফি ফেস্ট আয়োজন, দেশব্যাপী কবিতা উৎসব আয়োজন, জুলাই গণ-অভ্যুত্থান, সমসাময়িক অসংগতি এবং বৈষম্যবিষয়ক মূকাভিনয় নিয়ে উৎসব আয়োজন, আদিবাসী সংস্কৃতি নিয়ে উৎসব আয়োজন, পবিত্র মাহে রমজানে মাসব্যাপী কোরআন তিলাওয়াত, আজান, হামদ-নাতসহ ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করবে।’

এই সেলে মোট ২৪ জন সদস্য রাখা হয়েছে। সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন জামিল সৌরভ ছাড়া বাকি সদস্যরা হলেন রাদমান হোসেন অনুপ, ঐতিহ্য আনোয়ার ওহী, উচথোয়াই মারমা, মো. সাইফুল্লাহ, শাকিবুল হাসান, মেহেরুন মিম, সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য, ফারহানা ইয়াসমিন, দেশ রহমান সাজিদ, বাঈদ হোসেন, রেজোয়ানা এ্যলমি সামিয়া, জান্নাতুল ফেরদৌস জুসি, তাহমিদ শাহরিয়ার, মারুফ হোসেন প্রান্ত, রিয়াজুর রহমান, আবির মোহাম্মদ মইন উদ্দীন, মো. আবীর হাসান আনন্দ, নুসরাত জাহান ফাতেমা, মো. জাহিদুল ইসলাম, সানাউল্লাহ, মো. মোনাসশিরুজ্জামান, সুমাইয়া বিনতে সাঈদ ও সায়েফ নূর মিতুল।
উৎসবে আদিবাসী নৃত্য, দেশাত্মবোধক নৃত্য, মূকাভিনয়, দেশাত্মবোধক গান, বাউল গান পরিবেশন ইত্যাদি সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করতে দেখা যায়।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে