Ajker Patrika

চাকরি দেওয়ার নামে প্রতারণা, চক্রের মূল হোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০২
চাকরি দেওয়ার নামে প্রতারণা, চক্রের মূল হোতা গ্রেপ্তার

সৌদি দূতাবাসসহ বিভিন্ন সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে রবি পল গমেজ (৫৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগ রয়েছে, রবি পল সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং তিনি এই প্রতারণা চক্রের মূল হোতা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছেন সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। 

আজাদ রহমান জানান, রাজধানীর ভাটারা থানার নূরের চালা এলাকায় আরএস এন্টারপ্রাইজ নামের একটি অফিস খুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দূতাবাসসহ বিভিন্ন সংস্থায় লোভনীয় বেতনে চাকরি দেওয়ার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ পাতে চক্রটি। এই বিজ্ঞাপন দেখে হাসেম মিয়া চাকরির আশায় টাকা জমা দিয়ে চাকরি না পেয়ে অভিযোগ করেন। হাসেম মিয়ার মতো আরও ৩০-৪০ জন এই চক্রের মাধ্যমে প্রতারিত হয়েছেন। 

সিআইডির মুখপাত্র জানান, চক্রটি প্রতারণার কৌশল হিসেবে বিশ্বাস স্থাপনের জন্য চাকরিপ্রার্থীদের টাকার বিপরীতে ব্যাংকের চেক দিত। টাকা হাতিয়ে নেওয়ার পর চাকরির কোনো ব্যবস্থা না করে অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যায়। এ বিষয়ে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণে অভিযোগ করা হলে হবিগঞ্জ ও রাজধানীর ভাটারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে চক্রের মূল হোতা রবি পল গমেজকে গ্রেপ্তার করা হয়। 

সিআইডির এই কর্মকর্তা বলেন, চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

আজকের রাশিফল: সততা বিপদ থেকে বাঁচাবে, প্রেমে পড়ার আগে ব্যাকগ্রাউন্ড যাচাই করুন

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত