Ajker Patrika

জয়পুরহাটের মতিন হত্যায় সাজা কমলো ৬ আসামির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৩: ৪৮
জয়পুরহাটের মতিন হত্যায় সাজা কমলো ৬ আসামির 

জয়পুরহাট সদর উপজেলার ধারকী গ্রামের আব্দুল মতিন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে ছয়জনের দণ্ড কমিয়েছেন হাইকোর্ট। সাজা কমিয়ে তাঁদের মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একজনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আদালত। আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রায় দেন। 

২০০৬ সালের ২৭ অক্টোবর ধারকী গ্রামের আব্দুল মতিন খুন হন। ঘটনার দিন রাতেই নিহতের ভাই মামলা করেন। বিচার শেষে এই মামলায় ২০১৬ সালের ১৭ আগস্ট সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—ধারকী গ্রামের ওয়াজেদ আলী ওরফে তোরাফ, চৈতুন মোল্লা, ছাবাদুল, মাজির উদ্দিন, আনু, আবু হাসান দিলীপ ও মন্টু মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন একই গ্রামের মাহবুব আলম বাবু। এ ছাড়া বিচার চলার সময় এক আসামির মৃত্যু হওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। 

রায়ের পর নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরাও আপিল করেন। হাইকোর্টের রায়ের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম বলেন, সাতজনের মধ্যে শুধু মাজির উদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। বাকিদের দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় হাইকোর্টে আসামিপক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা, আহসান উল্লাহ, নাজমুল হাসান রাকিব, সৈয়দা ফারাহ হেলাল ও মো. বেলাল হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত