উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ সিভিল অ্যাভিয়েশন অথোরিটির (ক্যাব) তিন সদস্য ও দুইজন যাত্রীকে গ্রেপ্তার করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক)। তাঁদের কাছ থেকে ৩৭ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে।
বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম শুক্রবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।
এর আগে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে তাঁদের আটকের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করে মামলা দেওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিভিল অ্যাভিয়েশনের লাউঞ্জ রুম অ্যাটেনডেন্ট আব্দুল ওহাব, ইঞ্জিন ড্রাইভার হাসান, ইএম হেলপার শাহজাহান, দুবাই থেকে আগত যাত্রী মো. তাজুল ইসলাম এবং মো. জামাল উদ্দিন।
বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) তৎপরতায় দুই যাত্রীসহ তিনজন ক্যাব সদস্যকে স্বর্ণ চোরাচালানের সময় হাতেনাতে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’
তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটে তাজুল ইসলাম ও জামাল উদ্দিন বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁদের সঙ্গে অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণের বার, মোবাইল ফোন এবং জুয়েলারি সামগ্রী পূর্ব পরিকল্পনা মতে সিভিল অ্যাভিয়েশনের লাউঞ্জ রুম অ্যাটেনডেন্ট আব্দুল ওহাব, ইঞ্জিন ড্রাইভার হাসান, ইএম হেলপার শাহজাহানের কাছে হস্তান্তর করেন।’
‘পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যাভসেক সদস্যরা কাস্টমস ফাঁকি দিয়ে স্বর্ণের বার, মোবাইল ফোন এবং জুয়েলারি সামগ্রী পাচারকালে ক্যাব সদস্যদের হাতেনাতে আটক করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমসের গ্রিন চ্যানেল থেকে দুবাই ফেরত দুই যাত্রীকে আটক করা হয়।’
বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘আটককালে তাঁদের কাছ থেকে ২৩২ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার ও ২০০ গ্রাম ওজনের ১৯ ধরনের জুয়েলারি সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এ ছাড়া তাঁদের কাছে পাঁচটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন পাওয়া যায়।’ তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ সিভিল অ্যাভিয়েশন অথোরিটির (ক্যাব) তিন সদস্য ও দুইজন যাত্রীকে গ্রেপ্তার করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক)। তাঁদের কাছ থেকে ৩৭ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে।
বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম শুক্রবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।
এর আগে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে তাঁদের আটকের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করে মামলা দেওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিভিল অ্যাভিয়েশনের লাউঞ্জ রুম অ্যাটেনডেন্ট আব্দুল ওহাব, ইঞ্জিন ড্রাইভার হাসান, ইএম হেলপার শাহজাহান, দুবাই থেকে আগত যাত্রী মো. তাজুল ইসলাম এবং মো. জামাল উদ্দিন।
বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) তৎপরতায় দুই যাত্রীসহ তিনজন ক্যাব সদস্যকে স্বর্ণ চোরাচালানের সময় হাতেনাতে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’
তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটে তাজুল ইসলাম ও জামাল উদ্দিন বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁদের সঙ্গে অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণের বার, মোবাইল ফোন এবং জুয়েলারি সামগ্রী পূর্ব পরিকল্পনা মতে সিভিল অ্যাভিয়েশনের লাউঞ্জ রুম অ্যাটেনডেন্ট আব্দুল ওহাব, ইঞ্জিন ড্রাইভার হাসান, ইএম হেলপার শাহজাহানের কাছে হস্তান্তর করেন।’
‘পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যাভসেক সদস্যরা কাস্টমস ফাঁকি দিয়ে স্বর্ণের বার, মোবাইল ফোন এবং জুয়েলারি সামগ্রী পাচারকালে ক্যাব সদস্যদের হাতেনাতে আটক করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমসের গ্রিন চ্যানেল থেকে দুবাই ফেরত দুই যাত্রীকে আটক করা হয়।’
বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘আটককালে তাঁদের কাছ থেকে ২৩২ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার ও ২০০ গ্রাম ওজনের ১৯ ধরনের জুয়েলারি সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এ ছাড়া তাঁদের কাছে পাঁচটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন পাওয়া যায়।’ তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে