উত্তরা (ঢাকা) প্রতিনিধি

নাসির উদ্দিন ফকির (৩৭)। বেশভূষা ও উচ্চতা দেখলে মনে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। কোমরে থাকে ওয়াকিটকি, মানিব্যাগে পুলিশের পোশাক পরা ছবি। কিন্তু তিনি আসলে পুলিশ নন; পেশায় একজন পোশাকশ্রমিক। দীর্ঘদিন সাধারণ মানুষের সঙ্গে পুলিশ পরিচয়ে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন তিনি।
পরে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের হাউজবিল্ডিং এলাকা থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে নাসির উদ্দিন ফকিরকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ।
গ্রেপ্তার হওয়া নাসির গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আরোয়াকান্দি গ্রামের জব্বার চুন্নু ফকিরের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘মাইনুল ইসলাম নামের একজন ডেন্টাল টেকনোলজিস্ট বিকেলে এটিএম বুথে টাকা তুলতে গেলে তাঁর গতি রোধ করেন নাসির। প্রথমে পরিচয় জানতে চান, এরপর তাঁর ব্যাগ নিয়ে অযথা তল্লাশি শুরু করেন। ওই সময় টহল পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে মাইনুল তাঁদের সব খুলে বলেন। এরপর টহল পুলিশ নাসিরকে জিজ্ঞাসাবাদ করলে তিনি একপর্যায়ে নিজেকে ভুয়া পুলিশ বলে স্বীকার করেন।’
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি মহসীন বলেন, ‘নাসির একজন গার্মেন্টস শ্রমিক। কিন্তু তিনি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। তাঁর পকেটে পুলিশের ইউনিফর্ম পরা ছবি এবং কোমরে ওয়াকিটকি থাকত। নিজেকে পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে পরিচয় দিতেন।’
ওসি মহসীন বলেন, ‘আশুলিয়ায় একটি পোশাক কারখানায় রাতে ডিউটি করেন নাসির। সারা দিন কাজ না থাকায় দিনে তিনি পুলিশ সেজে ঘুরে বেড়ান। এ ছাড়া চুলও রাখেন ছোট ছোট। যাতে দেখে তাঁকে পুলিশ মনে হয়। কোমরে ওয়াকিটকি নিয়ে পুলিশের এই বেশ ধরে তিনি ঘুরে বেড়ান। এরপর সহজ-সরল কাউকে পেলে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তল্লাশি করে টাকা-পয়সা হাতিয়ে নিতেন। এমন কর্মকাণ্ডের অভিযোগে আগেও মিরপুরে গ্রেপ্তার হয়েছেন তিনি।’
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

নাসির উদ্দিন ফকির (৩৭)। বেশভূষা ও উচ্চতা দেখলে মনে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। কোমরে থাকে ওয়াকিটকি, মানিব্যাগে পুলিশের পোশাক পরা ছবি। কিন্তু তিনি আসলে পুলিশ নন; পেশায় একজন পোশাকশ্রমিক। দীর্ঘদিন সাধারণ মানুষের সঙ্গে পুলিশ পরিচয়ে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন তিনি।
পরে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের হাউজবিল্ডিং এলাকা থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে নাসির উদ্দিন ফকিরকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ।
গ্রেপ্তার হওয়া নাসির গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আরোয়াকান্দি গ্রামের জব্বার চুন্নু ফকিরের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘মাইনুল ইসলাম নামের একজন ডেন্টাল টেকনোলজিস্ট বিকেলে এটিএম বুথে টাকা তুলতে গেলে তাঁর গতি রোধ করেন নাসির। প্রথমে পরিচয় জানতে চান, এরপর তাঁর ব্যাগ নিয়ে অযথা তল্লাশি শুরু করেন। ওই সময় টহল পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে মাইনুল তাঁদের সব খুলে বলেন। এরপর টহল পুলিশ নাসিরকে জিজ্ঞাসাবাদ করলে তিনি একপর্যায়ে নিজেকে ভুয়া পুলিশ বলে স্বীকার করেন।’
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি মহসীন বলেন, ‘নাসির একজন গার্মেন্টস শ্রমিক। কিন্তু তিনি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। তাঁর পকেটে পুলিশের ইউনিফর্ম পরা ছবি এবং কোমরে ওয়াকিটকি থাকত। নিজেকে পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে পরিচয় দিতেন।’
ওসি মহসীন বলেন, ‘আশুলিয়ায় একটি পোশাক কারখানায় রাতে ডিউটি করেন নাসির। সারা দিন কাজ না থাকায় দিনে তিনি পুলিশ সেজে ঘুরে বেড়ান। এ ছাড়া চুলও রাখেন ছোট ছোট। যাতে দেখে তাঁকে পুলিশ মনে হয়। কোমরে ওয়াকিটকি নিয়ে পুলিশের এই বেশ ধরে তিনি ঘুরে বেড়ান। এরপর সহজ-সরল কাউকে পেলে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তল্লাশি করে টাকা-পয়সা হাতিয়ে নিতেন। এমন কর্মকাণ্ডের অভিযোগে আগেও মিরপুরে গ্রেপ্তার হয়েছেন তিনি।’
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৪ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২৩ দিন আগে