Ajker Patrika

সাভারে ছেলের হাতে বাবা খুন

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৬: ১২
সাভারে ছেলের হাতে বাবা খুন

সাভারের আশুলিয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলের বঁটির কোপে বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ছেলে আফাজ পলাতক রয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী কোনাপাড়া ফকিরবাড়ি এলাকার হারুন গেটে এ ঘটনা ঘটে। 

নিহত নুর মোহাম্মদ (৭০) আশুলিয়ার ফকিরবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর প্রথম স্ত্রীর সন্তান আফাজ উদ্দিন (৪০)। 

পরিবার সূত্রে জানা যায়, আফাজ মানসিক ভারসাম্যহীন ছিল। ২০০৬ সাল থেকে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে। আফাজ মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁর স্ত্রী রাতে পাশে ঘুমাতেন না। তাই বাবা নুর মোহাম্মদ তাঁর পাশে থাকতেন। প্রতিদিনের ন্যায় নুর মোহাম্মদ ছেলে আফাজের কক্ষে বাড়ির দ্বিতীয় তলায় ঘুমাতে যান। কিন্তু ভোররাতে আফাজ বঁটি দিয়ে বাবার গলার পেছনে আঘাত করেন। এ সময় গোঙানির শব্দ শুনে পরিবারের অন্য সদস্যরা আফাজের ঘরে গেলে নুর মোহাম্মদের রক্তাক্ত দেহ দেখতে পায়। তবে এর আগেই আফাজ ঘর থেকে বেরিয়ে যায়। পরে নুর মোহাম্মদের মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হামিদ বলেন, নিহতের মরদেহ সাভারের এনাম মেডিকেলে রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত