সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে ভুক্তভোগী সানাউল হক গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এর আগে একই দিন র্যাব-১১ বরাবর একটি অভিযোগও দেন ভুক্তভোগী।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, সানাউল হক গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে বাসার নিচে বিকট শব্দ শুনতে পেয়ে জানালায় গিয়ে দেখতে পান চারজন ব্যক্তি শাবল এবং তালা কাটার সরঞ্জাম নিয়ে তালা কাটার চেষ্টা করছে। সবাই দ্রুত নিচে গিয়ে দেখেন বাড়ির মূল ফটক বাইরে থেকে তালা দেওয়া। ফটকের বাইরে ওই চারজন তখন মারমুখী ভঙ্গিতে তাঁকে এবং তাঁর বড় ভাইকে মারার জন্য তেড়ে আসে। তাৎক্ষণিক মুখোশধারী দুজন গ্যারেজে থাকা মোটরসাইকেলটি নিয়ে যায় এবং অপর দুই জন রাস্তায় অবস্থান করে। তখন সানাউল জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে তাঁকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে ভুক্তভোগী সানাউল হক বলেন, ‘৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানোর ২০ মিনিট পরেও পুলিশ না আসায় আমি আবার ৯৯৯-এ ফোন দেই। ফোন রিসিভ করা ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। বলেন, আপনি ২০ মিনিট আগে ফোন দিয়েছেন, ২০ মিনিটে কি থানা থেকে পুলিশ উড়ে উড়ে যাবে? আপনি আবার পাঁচ ঘণ্টা পর আমাকে কল দিবেন।’
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’
তবে ভুক্তভোগীর ৯৯৯-এ কল দেওয়ার বিষয়টি জানা নেই বলে উল্লেখ করেন ওসি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে ভুক্তভোগী সানাউল হক গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এর আগে একই দিন র্যাব-১১ বরাবর একটি অভিযোগও দেন ভুক্তভোগী।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, সানাউল হক গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে বাসার নিচে বিকট শব্দ শুনতে পেয়ে জানালায় গিয়ে দেখতে পান চারজন ব্যক্তি শাবল এবং তালা কাটার সরঞ্জাম নিয়ে তালা কাটার চেষ্টা করছে। সবাই দ্রুত নিচে গিয়ে দেখেন বাড়ির মূল ফটক বাইরে থেকে তালা দেওয়া। ফটকের বাইরে ওই চারজন তখন মারমুখী ভঙ্গিতে তাঁকে এবং তাঁর বড় ভাইকে মারার জন্য তেড়ে আসে। তাৎক্ষণিক মুখোশধারী দুজন গ্যারেজে থাকা মোটরসাইকেলটি নিয়ে যায় এবং অপর দুই জন রাস্তায় অবস্থান করে। তখন সানাউল জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে তাঁকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে ভুক্তভোগী সানাউল হক বলেন, ‘৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানোর ২০ মিনিট পরেও পুলিশ না আসায় আমি আবার ৯৯৯-এ ফোন দেই। ফোন রিসিভ করা ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। বলেন, আপনি ২০ মিনিট আগে ফোন দিয়েছেন, ২০ মিনিটে কি থানা থেকে পুলিশ উড়ে উড়ে যাবে? আপনি আবার পাঁচ ঘণ্টা পর আমাকে কল দিবেন।’
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’
তবে ভুক্তভোগীর ৯৯৯-এ কল দেওয়ার বিষয়টি জানা নেই বলে উল্লেখ করেন ওসি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে