Ajker Patrika

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইন গ্রেপ্তার

প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইন গ্রেপ্তার

মারামারি, প্রভাব বিস্তার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানানো হয়। 

প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, বুধবার (২৫ আগস্ট) দুপুর দুইটার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ফাইনকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এরপর তাঁকে ফরিদপুরে নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় চারটি মামলা রয়েছে। এ ছাড়া ঢাকার কাফরুল থানায় সিআইডির দায়েরকৃত মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়েরকৃত মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। মানি লন্ডারিং মামলার পলাতক আরেক আসামি সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এইচ এম ফুয়াদের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত এই ফাহাদ বিন ওয়াজেদ ফাইন। 

জানা গেছে, ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা ফাইন ফরিদপুরের কৃষি কলেজ ছাত্রছাত্রী সংসদের ভিপি ছিলেন। গত বছরের ২০ এপ্রিল ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২০ সালের ৭ জুন রাতে এক বিশেষ অভিযানে ফরিদপুরের তৎকালীন ক্ষমতাশালী এক ডজন নেতা পুলিশের অভিযানে গ্রেপ্তারের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। পরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি তাঁকে সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত