নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে ১০ হাজার মাদক চোরাকারবারির তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর মণ্ডল। তিনি বলেছেন, ‘এই তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। এরপর তালিকা ধরে ধরে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে মাদকদ্রব্যে অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার সমন্বিত কর্মপরিকল্পনায় প্রণয়নে এক কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও মাদকের ভয়াবহ থাবায় পড়েছে। দেশের সীমান্তবর্তী দুই দেশ থেকে এই মাদকদ্রব্যগুলো দেশে প্রবেশ করছে। যার মধ্যে ইয়াবা, ফেনসিডিল, গাঁজার পরিমাণ সবচেয়ে বেশি। দেশের মাদকসেবী ৬০ / ৭০ লাখ হলেও চোরাচালান করছে ১০ হাজার ব্যক্তি। তাঁদের ধরতে তালিকা প্রস্তুত করা হয়েছে।’
আব্দুস সবুর মণ্ডল বলেন, ‘কক্সবাজার পরে শহর বা জেলা হিসেবে ঢাকায় মাদক চোরা চালন বেশি হয়। এখানে কারবারির সংখ্যাও বেশি। ডিএনসির তথ্য অনুযায়ী ২০২১ সালে অনন্ত ৬২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এ শহর থেকে।’ তবে মাদকদ্রব্য অধিদপ্তরের ডিজির দাবি, যা উদ্ধার হয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি মাদক রয়েছে এ বিভাগে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকেরা।

সারা দেশে ১০ হাজার মাদক চোরাকারবারির তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর মণ্ডল। তিনি বলেছেন, ‘এই তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। এরপর তালিকা ধরে ধরে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে মাদকদ্রব্যে অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার সমন্বিত কর্মপরিকল্পনায় প্রণয়নে এক কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও মাদকের ভয়াবহ থাবায় পড়েছে। দেশের সীমান্তবর্তী দুই দেশ থেকে এই মাদকদ্রব্যগুলো দেশে প্রবেশ করছে। যার মধ্যে ইয়াবা, ফেনসিডিল, গাঁজার পরিমাণ সবচেয়ে বেশি। দেশের মাদকসেবী ৬০ / ৭০ লাখ হলেও চোরাচালান করছে ১০ হাজার ব্যক্তি। তাঁদের ধরতে তালিকা প্রস্তুত করা হয়েছে।’
আব্দুস সবুর মণ্ডল বলেন, ‘কক্সবাজার পরে শহর বা জেলা হিসেবে ঢাকায় মাদক চোরা চালন বেশি হয়। এখানে কারবারির সংখ্যাও বেশি। ডিএনসির তথ্য অনুযায়ী ২০২১ সালে অনন্ত ৬২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এ শহর থেকে।’ তবে মাদকদ্রব্য অধিদপ্তরের ডিজির দাবি, যা উদ্ধার হয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি মাদক রয়েছে এ বিভাগে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকেরা।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৫ দিন আগে