নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির চটকদার বিজ্ঞাপন দিতেন। বেকার তরুণ-তরুণীরা বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে আবেদন করলে, কৌশলে নিজের পরিচালিত কোম্পানির মাধ্যমে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতিও দিতেন। এরপর চাকরি প্রার্থীর কাছ থেকে জামানত হিসেবে নেওয়া হতো ১৫ থেকে ২৫ হাজার টাকা। আর সরকারি চাকরির ক্ষেত্রে নিতেন ৫ থেকে ১০ লাখ টাকা।
নিজেকে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান হিসেবে পরিচয় দেওয়ার শাহিরুল ইসলাম শিকদার নামের ওই ব্যক্তি প্রতারণাকে শৈল্পিক রূপ দিয়েছিলেন।
আজ শনিবার বিকেলের কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।
রামপুরা বনশ্রী এলাকার একটি বাসা থেকে শুক্রবার রাত ৪টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে কথিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান এবং সিকিউরিটি অ্যান্ড গার্ড সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ে অর্থ আত্মসাতকারী সিকদারকে দেশি ও বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব-৪।
এ সময় তাঁর কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, একটি শটগান ও একটি এয়ারগান, একটি এয়ারগান, ২৩৭ রাউন্ড গুলি,৫টি ম্যাগাজিন,৫টি খোসা, ২২টি কার্তুজ,৪টি চাকু, একটি লোহার স্টিক,৩টি ডামি পিস্তল, গোপন ক্যামেরা, বুলেট প্রুফ জ্যাকেটসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে র্যাব।
মোজাম্মেল জানান, কম সময়ে বেশি টাকার মালিক হতে কোম্পানি খুলে বসেন শাহিরুল। রামপুরা এলাকায় হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান খুলে প্রতারণা শুরু করেন।
কী পরিমাণ সম্পদ শাহিরুলের রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে মোজাম্মেল হক বলেন, ২০০৩ সাল থেকে তিনি প্রতারণায় জড়িত। সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুটি বাড়ি, দুটি ফ্ল্যাট, দুটি দামি গাড়ি ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় তাঁর নামে ২৪ কাঠা জমির তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫০ কোটি টাকা সমমূল্যের সম্পদ আমরা পেয়েছি। তবে ব্যাংক, ফিক্সড ডিপোজিট, স্বজনদের নামে কী পরিমাণ সম্পদ আছে, তা এখনো জানা যায়নি।
ক্ষমতা প্রদর্শনের জন্য নামীদামি ব্যক্তির সঙ্গে ছবি তুলে সেগুলো প্রদর্শন করতেন এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম রেফারেন্স হিসেবে ব্যবহার করতেন তিনি। র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া শাহিরুল প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের বেকার ও শিক্ষিত বহু নারী ও পুরুষকে বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড, ড্রাইভার, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, বিক্রয় কর্মকর্তা, লাইনম্যান ইত্যাদি পদে চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ করেন।
র্যাব জানিয়েছে, শাহিরুল নিজেকে শুটিং ক্লাবের সদস্য বলেও পরিচয় দিতেন। প্রশিক্ষণ, ইউনিফরম ও আনুষঙ্গিক খরচ হিসেবেও টাকা নেওয়া হতো। এভাবে অনেকের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন। অফিস বা বাসায় টাকা ফেরত চাইতে গেলে অস্ত্র দেখিয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখাতেন।
প্রতারক শাহিরুল নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবেও পরিচয় দিতেন। তাঁর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা থানায় চাঁদাবাজি ও প্রতারণার মামলা রয়েছে।

বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির চটকদার বিজ্ঞাপন দিতেন। বেকার তরুণ-তরুণীরা বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে আবেদন করলে, কৌশলে নিজের পরিচালিত কোম্পানির মাধ্যমে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতিও দিতেন। এরপর চাকরি প্রার্থীর কাছ থেকে জামানত হিসেবে নেওয়া হতো ১৫ থেকে ২৫ হাজার টাকা। আর সরকারি চাকরির ক্ষেত্রে নিতেন ৫ থেকে ১০ লাখ টাকা।
নিজেকে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান হিসেবে পরিচয় দেওয়ার শাহিরুল ইসলাম শিকদার নামের ওই ব্যক্তি প্রতারণাকে শৈল্পিক রূপ দিয়েছিলেন।
আজ শনিবার বিকেলের কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।
রামপুরা বনশ্রী এলাকার একটি বাসা থেকে শুক্রবার রাত ৪টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে কথিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান এবং সিকিউরিটি অ্যান্ড গার্ড সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ে অর্থ আত্মসাতকারী সিকদারকে দেশি ও বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব-৪।
এ সময় তাঁর কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, একটি শটগান ও একটি এয়ারগান, একটি এয়ারগান, ২৩৭ রাউন্ড গুলি,৫টি ম্যাগাজিন,৫টি খোসা, ২২টি কার্তুজ,৪টি চাকু, একটি লোহার স্টিক,৩টি ডামি পিস্তল, গোপন ক্যামেরা, বুলেট প্রুফ জ্যাকেটসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে র্যাব।
মোজাম্মেল জানান, কম সময়ে বেশি টাকার মালিক হতে কোম্পানি খুলে বসেন শাহিরুল। রামপুরা এলাকায় হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান খুলে প্রতারণা শুরু করেন।
কী পরিমাণ সম্পদ শাহিরুলের রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে মোজাম্মেল হক বলেন, ২০০৩ সাল থেকে তিনি প্রতারণায় জড়িত। সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুটি বাড়ি, দুটি ফ্ল্যাট, দুটি দামি গাড়ি ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় তাঁর নামে ২৪ কাঠা জমির তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫০ কোটি টাকা সমমূল্যের সম্পদ আমরা পেয়েছি। তবে ব্যাংক, ফিক্সড ডিপোজিট, স্বজনদের নামে কী পরিমাণ সম্পদ আছে, তা এখনো জানা যায়নি।
ক্ষমতা প্রদর্শনের জন্য নামীদামি ব্যক্তির সঙ্গে ছবি তুলে সেগুলো প্রদর্শন করতেন এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম রেফারেন্স হিসেবে ব্যবহার করতেন তিনি। র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া শাহিরুল প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের বেকার ও শিক্ষিত বহু নারী ও পুরুষকে বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড, ড্রাইভার, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, বিক্রয় কর্মকর্তা, লাইনম্যান ইত্যাদি পদে চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ করেন।
র্যাব জানিয়েছে, শাহিরুল নিজেকে শুটিং ক্লাবের সদস্য বলেও পরিচয় দিতেন। প্রশিক্ষণ, ইউনিফরম ও আনুষঙ্গিক খরচ হিসেবেও টাকা নেওয়া হতো। এভাবে অনেকের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন। অফিস বা বাসায় টাকা ফেরত চাইতে গেলে অস্ত্র দেখিয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখাতেন।
প্রতারক শাহিরুল নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবেও পরিচয় দিতেন। তাঁর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা থানায় চাঁদাবাজি ও প্রতারণার মামলা রয়েছে।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত
২ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে