বেলাব (নরসিংদী) প্রতিনিধি

বেলাবতে নিজ বাড়ি থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনাটি হত্যাকাণ্ড বলে জানিয়েছেন নরসিংদী পিবিআই পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। আজ রোববার সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন পাটুলী ইউনিয়নের ভাবলা গ্রামের শেখ বাড়ির গিয়াস উদ্দীন শেখের স্ত্রী রহিমা বেগম (৩৫), তাঁদের ছেলে রাব্বি শেখ (১৩) ও মেয়ে রাকিবা (৬)। গিয়াস উদ্দীন শেখ পেশায় একজন রংমিস্ত্রি। রহিমা বেগম পেশায় দরজি ছিলেন।
প্রত্যক্ষদর্শী জানান, গতকাল শনিবার রাতে গাজীপুরের একটি উচ্চবিদ্যালয়ে রংমিস্ত্রির কাজ করার জন্য চলে যান গিয়াস উদ্দীন। রাতেই কে বা কারা ঘরে ঢুকে তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন। তিনজনের মধ্যে রহিমা বেগমকে ধারালো অস্ত্রের আঘাতে, ছেলে রাব্বি শেখ ও মেয়ে রাকিবাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পশ্চিম পাশের মাটির ঘরের মেঝেতে গৃহবধূর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তাঁর কপাল ও পেটে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দক্ষিণ পাশের মাটির ঘরের খাটে পড়ে আছে দুই সন্তান রাব্বি ও রাকিবার মরদেহ। রাব্বি ও রাকিবাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রহিমার দেবর নাসির শেখ বলেন, ‘আমাদের
চাচাতো ভাই রেণু শেখের সঙ্গে আমার ভাই গিয়াস উদ্দীন শেখের জমিসংক্রান্ত দ্বন্দ্ব ছিল। গতকাল আমার ভাইয়ের সঙ্গে গাছ কাটা নিয়ে রেণু শেখের কথা-কাটাকাটি হয়। তখন রেণু শেখ আমার ভাইয়ের বড় ধরনের ক্ষতি করবেন বলে হুমকিও দিয়েছেন। আমার ধারণা, সে-ই আমার ভাবি ও দুই সন্তানকে হত্যা করেছেন।’
রহিমার স্বামী গিয়াস উদ্দীন শেখ কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবেশী রেণু শেখের সঙ্গে আমার জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। গতকাল আমি রংমিস্ত্রির কাজ করার জন্য গাজীপুরে ছিলাম। আমার ধারণা, রেণু শেখ ভাড়াটে লোক দিয়ে আমার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেছেন।’
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে পরিবারের অন্য সদস্যরা মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ‘ঠিক কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি।’
নরসিংদী পিবিআই পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন, ‘এটি নিশ্চিত হত্যাকাণ্ড। আমরা এ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি।’

বেলাবতে নিজ বাড়ি থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনাটি হত্যাকাণ্ড বলে জানিয়েছেন নরসিংদী পিবিআই পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। আজ রোববার সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন পাটুলী ইউনিয়নের ভাবলা গ্রামের শেখ বাড়ির গিয়াস উদ্দীন শেখের স্ত্রী রহিমা বেগম (৩৫), তাঁদের ছেলে রাব্বি শেখ (১৩) ও মেয়ে রাকিবা (৬)। গিয়াস উদ্দীন শেখ পেশায় একজন রংমিস্ত্রি। রহিমা বেগম পেশায় দরজি ছিলেন।
প্রত্যক্ষদর্শী জানান, গতকাল শনিবার রাতে গাজীপুরের একটি উচ্চবিদ্যালয়ে রংমিস্ত্রির কাজ করার জন্য চলে যান গিয়াস উদ্দীন। রাতেই কে বা কারা ঘরে ঢুকে তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন। তিনজনের মধ্যে রহিমা বেগমকে ধারালো অস্ত্রের আঘাতে, ছেলে রাব্বি শেখ ও মেয়ে রাকিবাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পশ্চিম পাশের মাটির ঘরের মেঝেতে গৃহবধূর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তাঁর কপাল ও পেটে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দক্ষিণ পাশের মাটির ঘরের খাটে পড়ে আছে দুই সন্তান রাব্বি ও রাকিবার মরদেহ। রাব্বি ও রাকিবাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রহিমার দেবর নাসির শেখ বলেন, ‘আমাদের
চাচাতো ভাই রেণু শেখের সঙ্গে আমার ভাই গিয়াস উদ্দীন শেখের জমিসংক্রান্ত দ্বন্দ্ব ছিল। গতকাল আমার ভাইয়ের সঙ্গে গাছ কাটা নিয়ে রেণু শেখের কথা-কাটাকাটি হয়। তখন রেণু শেখ আমার ভাইয়ের বড় ধরনের ক্ষতি করবেন বলে হুমকিও দিয়েছেন। আমার ধারণা, সে-ই আমার ভাবি ও দুই সন্তানকে হত্যা করেছেন।’
রহিমার স্বামী গিয়াস উদ্দীন শেখ কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবেশী রেণু শেখের সঙ্গে আমার জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। গতকাল আমি রংমিস্ত্রির কাজ করার জন্য গাজীপুরে ছিলাম। আমার ধারণা, রেণু শেখ ভাড়াটে লোক দিয়ে আমার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেছেন।’
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে পরিবারের অন্য সদস্যরা মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ‘ঠিক কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি।’
নরসিংদী পিবিআই পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন, ‘এটি নিশ্চিত হত্যাকাণ্ড। আমরা এ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৯ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১০ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে