প্রতিনিধি, সাভার (ঢাকা)

ঢাকার আশুলিয়ায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে টয়লেটের পানির ড্রাম থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মরদেহের দৈহিক গঠন দেখে বুঝতে পারছিল না নারীর নাকি পুরুষ। পরনে থাকা প্যান্ট দেখে পুরুষ বলে অনুমান করছে পুলিশ।
শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার হিয়ন গার্মেন্টস কারখানার পাশে ইদ্রিস কাজীর মালিকানাধীন পাঁচ তলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক কাজী নাসের আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
বাড়ির মালিকের স্ত্রী নাছরিন কাজী বলেন, গত তিন দিন ধরে ওই ফ্ল্যাটের সামনে থেকে দুর্গন্ধ আসছিল। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে অন্য ভাড়াটিয়া বিষয়টি তাঁদের ফোন করে জানায়। এরপর তাঁরা এসে ভাড়াটিয়াদের নিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় টয়লেটের ভেতর পানির ড্রামের মধ্যে ওই ব্যক্তির মরদেহ উপুড় করে রাখা অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এস আই কাজী নাসের বলেন, ‘লাশটা পচে প্রায় কঙ্কাল হয়ে গেছে। লাশের অবস্থা এতটাই বিকৃত যে তাঁর পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। নারী নাকি পুরুষ তা আমরা পরিহিত প্যান্ট দেখে বুঝতে পেরেছি। এই রুমে যে ভাড়া থাকতেন সেই ব্যক্তির পরিচয় আমরা জানার চেষ্টা করছি। তিনি তাঁর বাসায় একেকবার একেক জনকে নিয়ে আসতেন জানিয়েছেন প্রতিবেশীরা।’
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আশুলিয়া থানা–পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চলছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই তদন্তের জন্য ঘটনাস্থলে আসছে বলে জানান তিনি।

ঢাকার আশুলিয়ায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে টয়লেটের পানির ড্রাম থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মরদেহের দৈহিক গঠন দেখে বুঝতে পারছিল না নারীর নাকি পুরুষ। পরনে থাকা প্যান্ট দেখে পুরুষ বলে অনুমান করছে পুলিশ।
শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার হিয়ন গার্মেন্টস কারখানার পাশে ইদ্রিস কাজীর মালিকানাধীন পাঁচ তলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক কাজী নাসের আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
বাড়ির মালিকের স্ত্রী নাছরিন কাজী বলেন, গত তিন দিন ধরে ওই ফ্ল্যাটের সামনে থেকে দুর্গন্ধ আসছিল। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে অন্য ভাড়াটিয়া বিষয়টি তাঁদের ফোন করে জানায়। এরপর তাঁরা এসে ভাড়াটিয়াদের নিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় টয়লেটের ভেতর পানির ড্রামের মধ্যে ওই ব্যক্তির মরদেহ উপুড় করে রাখা অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এস আই কাজী নাসের বলেন, ‘লাশটা পচে প্রায় কঙ্কাল হয়ে গেছে। লাশের অবস্থা এতটাই বিকৃত যে তাঁর পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। নারী নাকি পুরুষ তা আমরা পরিহিত প্যান্ট দেখে বুঝতে পেরেছি। এই রুমে যে ভাড়া থাকতেন সেই ব্যক্তির পরিচয় আমরা জানার চেষ্টা করছি। তিনি তাঁর বাসায় একেকবার একেক জনকে নিয়ে আসতেন জানিয়েছেন প্রতিবেশীরা।’
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আশুলিয়া থানা–পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চলছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই তদন্তের জন্য ঘটনাস্থলে আসছে বলে জানান তিনি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে