নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়েছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। শাহবাগ থানায় এমন অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছে একাডেমি কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অফিসের বাইরে ছিলাম। শুনেছি, এমন একটা চিঠি এসেছে। শাহবাগ থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পক্ষ থেকে একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়ে বলেছে, রাজধানীর দুটি হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে। এগুলো বন্ধ না হলে অমর একুশে বইমেলায় বোমা হামলা চালাব। এ ঘটনায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ একটি জিডি করেছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি।’
জিডি করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি এ ব্যাপারে আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ ডাকযোগে চিঠিটা বাংলা একাডেমির ঠিকানায় আসে মহাপরিচালক বরাবর। সেটা দেখার পর থানায় ডায়েরি করা হয়েছে। আনসার আল ইসলাম ও জেএমবির পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে।’
দুটি হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। কোন কোন হোটেলের কথা বলা হয়েছে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘সেটা আমি খেয়াল করিনি।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান জানিয়েছেন, চিঠির বিষয়ে তাঁরা এরই মধ্যে তদন্ত শুরু করেছেন। যে সংগঠনের নামে চিঠি দেওয়া হয়েছে সেটি একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। এদের অনেক সদস্যকে অতীতে গ্রেপ্তার করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি চিঠিটির সত্যতাও যাচাই করা হবে।
র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, জঙ্গি সংগঠনের নামে বইমেলায় যে হুমকি দেওয়া হয়েছে, তার ছায়া তদন্ত র্যাব শুরু করেছে। মেলা প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাবের সাদা পোশাকে ও ইউনিফর্মে থাকা সদস্যরা সবকিছু নজরদারি করছেন।

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়েছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। শাহবাগ থানায় এমন অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছে একাডেমি কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অফিসের বাইরে ছিলাম। শুনেছি, এমন একটা চিঠি এসেছে। শাহবাগ থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পক্ষ থেকে একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়ে বলেছে, রাজধানীর দুটি হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে। এগুলো বন্ধ না হলে অমর একুশে বইমেলায় বোমা হামলা চালাব। এ ঘটনায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ একটি জিডি করেছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি।’
জিডি করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি এ ব্যাপারে আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ ডাকযোগে চিঠিটা বাংলা একাডেমির ঠিকানায় আসে মহাপরিচালক বরাবর। সেটা দেখার পর থানায় ডায়েরি করা হয়েছে। আনসার আল ইসলাম ও জেএমবির পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে।’
দুটি হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। কোন কোন হোটেলের কথা বলা হয়েছে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘সেটা আমি খেয়াল করিনি।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান জানিয়েছেন, চিঠির বিষয়ে তাঁরা এরই মধ্যে তদন্ত শুরু করেছেন। যে সংগঠনের নামে চিঠি দেওয়া হয়েছে সেটি একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। এদের অনেক সদস্যকে অতীতে গ্রেপ্তার করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি চিঠিটির সত্যতাও যাচাই করা হবে।
র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, জঙ্গি সংগঠনের নামে বইমেলায় যে হুমকি দেওয়া হয়েছে, তার ছায়া তদন্ত র্যাব শুরু করেছে। মেলা প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাবের সাদা পোশাকে ও ইউনিফর্মে থাকা সদস্যরা সবকিছু নজরদারি করছেন।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
৯ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৮ দিন আগে