মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে ককটেল ফাটিয়ে ও গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা লুট করেছেন ডাকাতেরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর বাজারের কাছে শ্রীদাম ঘোষের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী ধাওয়া দিয়ে এক ডাকাতকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে স্থানীয় এক বাসিন্দা গুলিবিদ্ধ হয়েছেন।
মানিকগঞ্জ দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম দিলু রাজবংশী। তিনি স্থানীয় বাজারের জননী জুয়েলার্সের মালিক।
দৌলতপুর থানা–পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাত ধরতে এসে জাকির হোসেন মৃধা নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে দৌলতপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত ডাকাত মো. জসিম উদ্দিন গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মানিকদা এলাকার আবুল শেখের ছেলে।
ব্যবসায়ী দিলু রাজবংশী জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন ডাকাত তাঁদের মোটরসাইকেলের থামিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা ৭০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও জানান, তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। পরে নাগরপুরের গাংবিহালী এলাকার স্থানীয় লোকজন ডাকাতদের মোটরসাইকেল ঘেরাও করলে সেখানেও গুলি বর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। একপর্যায়ে দৌলতপুরের গাজীছাইল নামক স্থানের লোকজন ডাকাতদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।
দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা জানান, ডাকাত চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে কাজ করছে পুলিশ। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

মানিকগঞ্জের দৌলতপুরে ককটেল ফাটিয়ে ও গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা লুট করেছেন ডাকাতেরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর বাজারের কাছে শ্রীদাম ঘোষের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী ধাওয়া দিয়ে এক ডাকাতকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে স্থানীয় এক বাসিন্দা গুলিবিদ্ধ হয়েছেন।
মানিকগঞ্জ দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম দিলু রাজবংশী। তিনি স্থানীয় বাজারের জননী জুয়েলার্সের মালিক।
দৌলতপুর থানা–পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাত ধরতে এসে জাকির হোসেন মৃধা নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে দৌলতপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত ডাকাত মো. জসিম উদ্দিন গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মানিকদা এলাকার আবুল শেখের ছেলে।
ব্যবসায়ী দিলু রাজবংশী জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন ডাকাত তাঁদের মোটরসাইকেলের থামিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা ৭০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও জানান, তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। পরে নাগরপুরের গাংবিহালী এলাকার স্থানীয় লোকজন ডাকাতদের মোটরসাইকেল ঘেরাও করলে সেখানেও গুলি বর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। একপর্যায়ে দৌলতপুরের গাজীছাইল নামক স্থানের লোকজন ডাকাতদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।
দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা জানান, ডাকাত চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে কাজ করছে পুলিশ। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৪ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২৩ দিন আগে