নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবি ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তাঁরা হলেন–শহিদুল ইসলাম ও আবদুর রহিম।
আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই রায় দেন। এর আগে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে তাঁরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের কারাগারে পাঠানো হয়। এরপর তাঁরা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করলে গত বছরের ৭ ডিসেম্বর রুল জারি করা হয়। তাঁদের কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। শুনানি শেষে যা খারিজ করে দেন আদালত।
এদিকে পৃথক আবেদনে ব্যাংকটির কাকরাইল শাখার সাবেক ব্যবস্থাপক এবিএম আব্দুস সাত্তারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন একই বেঞ্চ। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১০ জানুয়ারি আব্দুস সাত্তার নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। সেখানে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।
এবি ব্যাংক থেকে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দুদক গত বছরের ৮ জুন ওই মামলা করে। এরশাদ ব্রাদার্স করপোরেশনের মালিক এরশাদ আলীসহ ১৭ জনকে আসামি করা হয় মামলায়।
মামলার অপর আসামিরা হলেন-কাকরাইল শাখার এসভিপি আনিসুর রহমান, এভিপি রুহুল আমিন, ইভিপি ওয়াসিকা আফরোজ, সাবেক ইভিপি মুফতি মোস্তাফিজুর রহমান, সাবেক এসইভিপি সালমা আক্তার, এভিপি এমারত হোসেন ফকির, সাবেক প্রিন্সিপাল অফিসার তৌহিদুল ইসলাম, এমভিপি শামীম এ মোরশেদ, কাকরাইল শাখার ভিপি খন্দকার রাশেদ আনোয়ার, এভিপি সিরাজুল ইসলাম, সাবেক ভিপি মোহাম্মদ মাহফুজ উল ইসলাম, কাকরাইল শাখার ডিএমডি মশিউর রহমান চৌধুরী ও সাবেক এমডি শামীম আহমেদ।

এবি ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তাঁরা হলেন–শহিদুল ইসলাম ও আবদুর রহিম।
আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই রায় দেন। এর আগে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে তাঁরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের কারাগারে পাঠানো হয়। এরপর তাঁরা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করলে গত বছরের ৭ ডিসেম্বর রুল জারি করা হয়। তাঁদের কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। শুনানি শেষে যা খারিজ করে দেন আদালত।
এদিকে পৃথক আবেদনে ব্যাংকটির কাকরাইল শাখার সাবেক ব্যবস্থাপক এবিএম আব্দুস সাত্তারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন একই বেঞ্চ। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১০ জানুয়ারি আব্দুস সাত্তার নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। সেখানে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।
এবি ব্যাংক থেকে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দুদক গত বছরের ৮ জুন ওই মামলা করে। এরশাদ ব্রাদার্স করপোরেশনের মালিক এরশাদ আলীসহ ১৭ জনকে আসামি করা হয় মামলায়।
মামলার অপর আসামিরা হলেন-কাকরাইল শাখার এসভিপি আনিসুর রহমান, এভিপি রুহুল আমিন, ইভিপি ওয়াসিকা আফরোজ, সাবেক ইভিপি মুফতি মোস্তাফিজুর রহমান, সাবেক এসইভিপি সালমা আক্তার, এভিপি এমারত হোসেন ফকির, সাবেক প্রিন্সিপাল অফিসার তৌহিদুল ইসলাম, এমভিপি শামীম এ মোরশেদ, কাকরাইল শাখার ভিপি খন্দকার রাশেদ আনোয়ার, এভিপি সিরাজুল ইসলাম, সাবেক ভিপি মোহাম্মদ মাহফুজ উল ইসলাম, কাকরাইল শাখার ডিএমডি মশিউর রহমান চৌধুরী ও সাবেক এমডি শামীম আহমেদ।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫