রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় রাস্তার পাশে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নাঈম মিয়া নামে এক যুবকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। অভিযোগ উঠেছে সবুজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় আজ আজ শনিবার দুপুরে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় রায়পুরা পৌর শহরের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাঈম ইসলাম পৌর এলাকার থানাহাটি গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। অপরদিকে অভিযুক্ত সবুজ মিয়া পৌরসভার পূর্বপাড়া এলাকার আফসার উদ্দিন ওরফে আফসু মেকারের ছেলে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে গুলির খোসা, সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন তাঁরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সবুজ পৌর শহরের পূর্ব পাড়ার বাসিন্দা। তাঁর বাড়িতে ঢোকার রাস্তার এক পাশে একটি মোটরসাইকেল পার্কিং করেন স্থানীয় দোকান মালিক নাঈম মিয়া। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পার্কিং করা মোটরসাইকেলের দেখতে পেয়ে মালিককে অকথ্য ভাষায় গাল মন্দ করেন সবুজ। পরে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে একপর্যায়ে নাঈমকে লক্ষ্য করে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি করেন সবুজ। ওই সময় উপস্থিত একজন তাঁকে সরিয়ে নেওয়ায় নাঈমের শরীরে গুলি লাগেনি। এ ঘটনার পর থেকে সবুজ পলাতক রয়েছেন। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
ভুক্তভোগী নাঈম বলেন, ‘সবুজ মিয়ার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে অস্ত্র বের করে। শরীফুজ্জামান নামে এক ব্যক্তি সেখান থেকে আমাকে সরিয়ে নেওয়ায় শরীরে গুলি লাগেনি। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও পাশের একটি দোকান থেকে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, ওই দিন রাতেই ঘটনাস্থল থেকে গুলির খোসা, সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নাঈমের কাছ থেকে আজ দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নরসিংদীর রায়পুরায় রাস্তার পাশে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নাঈম মিয়া নামে এক যুবকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। অভিযোগ উঠেছে সবুজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় আজ আজ শনিবার দুপুরে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় রায়পুরা পৌর শহরের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাঈম ইসলাম পৌর এলাকার থানাহাটি গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। অপরদিকে অভিযুক্ত সবুজ মিয়া পৌরসভার পূর্বপাড়া এলাকার আফসার উদ্দিন ওরফে আফসু মেকারের ছেলে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে গুলির খোসা, সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন তাঁরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সবুজ পৌর শহরের পূর্ব পাড়ার বাসিন্দা। তাঁর বাড়িতে ঢোকার রাস্তার এক পাশে একটি মোটরসাইকেল পার্কিং করেন স্থানীয় দোকান মালিক নাঈম মিয়া। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পার্কিং করা মোটরসাইকেলের দেখতে পেয়ে মালিককে অকথ্য ভাষায় গাল মন্দ করেন সবুজ। পরে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে একপর্যায়ে নাঈমকে লক্ষ্য করে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি করেন সবুজ। ওই সময় উপস্থিত একজন তাঁকে সরিয়ে নেওয়ায় নাঈমের শরীরে গুলি লাগেনি। এ ঘটনার পর থেকে সবুজ পলাতক রয়েছেন। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
ভুক্তভোগী নাঈম বলেন, ‘সবুজ মিয়ার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে অস্ত্র বের করে। শরীফুজ্জামান নামে এক ব্যক্তি সেখান থেকে আমাকে সরিয়ে নেওয়ায় শরীরে গুলি লাগেনি। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও পাশের একটি দোকান থেকে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, ওই দিন রাতেই ঘটনাস্থল থেকে গুলির খোসা, সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নাঈমের কাছ থেকে আজ দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৬ দিন আগে