নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একমাত্র ছোট বোনের বিয়েতে গয়না, মোবাইল ফোনসহ দামি কিছু উপহার পাঠিয়েছিলেন প্রবাসী বড় ভাই। আরেক প্রবাসীর মাধ্যমে তিনি এই উপহার পাঠান। কিন্তু বোনের বিয়েতে ভাইয়ের পাঠানো সেসব উপহার আত্মসাৎ করেন প্রতারক প্রবাসী শাওন আহমেদ। পরে ভেঙে যায় বোনের বিয়ে। সেই টাকা দিয়ে মোটরসাইকেল কেনেন শাওন। এমনকি নিজের বাড়িও নির্মাণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার রাজধানীর বিমানবন্দর থানায় মামলা করলে প্রতারক শাওনকে গ্রেপ্তারে কাজ শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। পরে প্রতারক শাওনকে গ্রেপ্তার করে ডিএমপি। তাঁর বাড়ি থেকে নগদ ১০ লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ রোববার উদ্ধার হওয়া টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন প্রবাসীর বাবা-মায়ের হাতে বুঝিয়ে দেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ, লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান উপস্থিত ছিলেন।
মামলা ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিখা আক্তার (ছদ্মনাম)। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। পারিবারিকভাবে শিখার বিয়ের আয়োজন করা হয়। বোনের বিয়ের খবরে প্রবাসী বড় ভাই দামি স্বর্ণালংকার কেনেন। পাশাপাশি বোন ও তাঁর হবু জামাইয়ের জন্য মোবাইল ফোনসহ বিভিন্ন উপহার কেনেন। নিজে আসতে না পারায় আরেক প্রবাসী শাওন আহমেদের মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। বিনিময়ে প্রবাসীর দেশে ফেরার টিকিট ও বিমানবন্দরে কাস্টমসের খরচসহ সবকিছু দিয়ে দেন।
চলতি বছরের ২৩ জানুয়ারি দেশে ফেরেন প্রবাসী শাওন আহমেদ। মেয়ের বিয়ের জন্য স্বর্ণালংকারসহ প্রবাসী সন্তানের পাঠানো মালামাল বুঝে নেওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করতে থাকেন শিখার বাবা। কিন্তু দেশে ফিরলেও প্রবাসী শাওন আর দেখা দেননি। বরং ফাঁকি দিয়ে চলে যান বগুড়ার সারিয়াকান্দিতে। বোনের বিয়ের জন্য পাঠানো মূল্যবান স্বর্ণালংকার ও মোবাইল ফোন আত্মসাৎ করেন। গ্রামে ফিরে সবকিছু বিক্রি করে দেন। এরপর সেই টাকা দিয়ে বাড়ি ও দামি মোটরসাইকেল কেনেন ওই প্রবাসী। পরে ভেঙে যায় শিখার বিয়ে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। তদন্তে নেমে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় প্রতারক প্রবাসী শাওন আহমেদকে।

একমাত্র ছোট বোনের বিয়েতে গয়না, মোবাইল ফোনসহ দামি কিছু উপহার পাঠিয়েছিলেন প্রবাসী বড় ভাই। আরেক প্রবাসীর মাধ্যমে তিনি এই উপহার পাঠান। কিন্তু বোনের বিয়েতে ভাইয়ের পাঠানো সেসব উপহার আত্মসাৎ করেন প্রতারক প্রবাসী শাওন আহমেদ। পরে ভেঙে যায় বোনের বিয়ে। সেই টাকা দিয়ে মোটরসাইকেল কেনেন শাওন। এমনকি নিজের বাড়িও নির্মাণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার রাজধানীর বিমানবন্দর থানায় মামলা করলে প্রতারক শাওনকে গ্রেপ্তারে কাজ শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। পরে প্রতারক শাওনকে গ্রেপ্তার করে ডিএমপি। তাঁর বাড়ি থেকে নগদ ১০ লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ রোববার উদ্ধার হওয়া টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন প্রবাসীর বাবা-মায়ের হাতে বুঝিয়ে দেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ, লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান উপস্থিত ছিলেন।
মামলা ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিখা আক্তার (ছদ্মনাম)। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। পারিবারিকভাবে শিখার বিয়ের আয়োজন করা হয়। বোনের বিয়ের খবরে প্রবাসী বড় ভাই দামি স্বর্ণালংকার কেনেন। পাশাপাশি বোন ও তাঁর হবু জামাইয়ের জন্য মোবাইল ফোনসহ বিভিন্ন উপহার কেনেন। নিজে আসতে না পারায় আরেক প্রবাসী শাওন আহমেদের মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। বিনিময়ে প্রবাসীর দেশে ফেরার টিকিট ও বিমানবন্দরে কাস্টমসের খরচসহ সবকিছু দিয়ে দেন।
চলতি বছরের ২৩ জানুয়ারি দেশে ফেরেন প্রবাসী শাওন আহমেদ। মেয়ের বিয়ের জন্য স্বর্ণালংকারসহ প্রবাসী সন্তানের পাঠানো মালামাল বুঝে নেওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করতে থাকেন শিখার বাবা। কিন্তু দেশে ফিরলেও প্রবাসী শাওন আর দেখা দেননি। বরং ফাঁকি দিয়ে চলে যান বগুড়ার সারিয়াকান্দিতে। বোনের বিয়ের জন্য পাঠানো মূল্যবান স্বর্ণালংকার ও মোবাইল ফোন আত্মসাৎ করেন। গ্রামে ফিরে সবকিছু বিক্রি করে দেন। এরপর সেই টাকা দিয়ে বাড়ি ও দামি মোটরসাইকেল কেনেন ওই প্রবাসী। পরে ভেঙে যায় শিখার বিয়ে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। তদন্তে নেমে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় প্রতারক প্রবাসী শাওন আহমেদকে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫