নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছিনতাইয়ের মামলায় কারাগার থেকে বের হয়েই তিন দিনের মাথায় খুন হয়েছেন ফারুক হোসেন (২৮)। তিনি ভ্যান চালানোর পাশাপাশি ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। কারাগার থেকে জামিনে বের হয়ে পুনরায় ছিনতাই শুরু করেন। ছিনতাই করা মোবাইল বিক্রির টাকা ভাগ-বাঁটোয়ারা করার দ্বন্দ্বে জড়িয়ে নিজের ছিনতাই দলের সদস্যদের হাতেই খুন হন তিনি। হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) আজিমুল হক এসব তথ্য দেন।
আজিমুল হক বলেন, নিহত ফারুক এবং তাঁকে হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ৩টি থেকে ১৭টি পর্যন্ত ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। গত ২৪ জানুয়ারি রাতে রাজধানীর পান্থপথের পানি ভবনের সামনে খুন হন ফারুক হোসেন। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা–পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন, সাদ্দাম হোসেন সাব্বির ওরফে সাগর, রনি ও বিজয়। তাঁদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ছিনতাইকৃত দশটি মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
আজিমুল হক বলেন, নিহত ফারুক হোসেন ও গ্রেপ্তার তিনজন বন্ধু। গত শুক্রবার রাত ১২টার দিকে ফারুক হোসেনসহ সবাই একটি বারে মদ পান করে বের হন। রাতে পানি ভবনের সামনে ফারুক, সাদ্দাম, রনি ও বিজয় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁদের মধ্যে ছিনতাই করা মোবাইল বিক্রির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্ব হয়। বাগবিতন্ডার একপর্যায়ে সাদ্দাম ফারুককে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ফারুক ফুটপাতে পড়ে থাকেন। সাদ্দাম, রনি ও বিজয় তাঁকে ফেলে পালিয়ে যান। রাত ২টার দিকে পথচারীরা ফারুক হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী।
তেজগাঁও থানা–পুলিশ দুটি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাদ্দামের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ৭টি, বিজয়ের বিরুদ্ধে ১৩টি এবং রনির বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে।
তেজগাঁওয়ের ডিসি বলেন, ‘নিহত ফারুক ও গ্রেপ্তার তিনজন হত্যাকাণ্ডের তিন দিন আগে এবং অপররাও তিন চার দিন আগে–পরে কারাগার থেকে বিভিন্ন মামলায় জামিনে বের হন। তাঁরা জামিনে বের হয়ে ফের অপরাধে জড়ান। এই কদিনে তাঁরা মহাখালী ও বনানী এলাকায় ১২টি ছিনতাই করেন। ছিনতাইকৃত ১০টি মোবাইল তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।’

ছিনতাইয়ের মামলায় কারাগার থেকে বের হয়েই তিন দিনের মাথায় খুন হয়েছেন ফারুক হোসেন (২৮)। তিনি ভ্যান চালানোর পাশাপাশি ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। কারাগার থেকে জামিনে বের হয়ে পুনরায় ছিনতাই শুরু করেন। ছিনতাই করা মোবাইল বিক্রির টাকা ভাগ-বাঁটোয়ারা করার দ্বন্দ্বে জড়িয়ে নিজের ছিনতাই দলের সদস্যদের হাতেই খুন হন তিনি। হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) আজিমুল হক এসব তথ্য দেন।
আজিমুল হক বলেন, নিহত ফারুক এবং তাঁকে হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ৩টি থেকে ১৭টি পর্যন্ত ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। গত ২৪ জানুয়ারি রাতে রাজধানীর পান্থপথের পানি ভবনের সামনে খুন হন ফারুক হোসেন। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা–পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন, সাদ্দাম হোসেন সাব্বির ওরফে সাগর, রনি ও বিজয়। তাঁদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ছিনতাইকৃত দশটি মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
আজিমুল হক বলেন, নিহত ফারুক হোসেন ও গ্রেপ্তার তিনজন বন্ধু। গত শুক্রবার রাত ১২টার দিকে ফারুক হোসেনসহ সবাই একটি বারে মদ পান করে বের হন। রাতে পানি ভবনের সামনে ফারুক, সাদ্দাম, রনি ও বিজয় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁদের মধ্যে ছিনতাই করা মোবাইল বিক্রির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্ব হয়। বাগবিতন্ডার একপর্যায়ে সাদ্দাম ফারুককে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ফারুক ফুটপাতে পড়ে থাকেন। সাদ্দাম, রনি ও বিজয় তাঁকে ফেলে পালিয়ে যান। রাত ২টার দিকে পথচারীরা ফারুক হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী।
তেজগাঁও থানা–পুলিশ দুটি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাদ্দামের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ৭টি, বিজয়ের বিরুদ্ধে ১৩টি এবং রনির বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে।
তেজগাঁওয়ের ডিসি বলেন, ‘নিহত ফারুক ও গ্রেপ্তার তিনজন হত্যাকাণ্ডের তিন দিন আগে এবং অপররাও তিন চার দিন আগে–পরে কারাগার থেকে বিভিন্ন মামলায় জামিনে বের হন। তাঁরা জামিনে বের হয়ে ফের অপরাধে জড়ান। এই কদিনে তাঁরা মহাখালী ও বনানী এলাকায় ১২টি ছিনতাই করেন। ছিনতাইকৃত ১০টি মোবাইল তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।’

জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৫ দিন আগে