নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে নির্মাণসামগ্রী বিক্রির নামে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সংস্থাটি বলছে, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে নির্মাণসামগ্রী বিক্রি করতেন ওই ব্যক্তি। এরপর টাকা হাতিয়ে নিয়ে আইডি ব্লক করে দিতেন। এমন একাধিক অভিযোগের ভিত্তিতে সিআইডির সাইবার পুলিশ অনুসন্ধান শুরু করে। পরে অভিযান চালিয়ে প্রতারক আজহারুল ইসলাম ওরফে লিখনকে (২৪) আটক করা হয়।
আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে ময়মনসিংহ জেলার সদর থানার বিদ্যাগঞ্জ বাজার এলাকা থেকে লিখনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন নামে নির্মাণসামগ্রী বিক্রির পোস্ট ও বিজ্ঞাপন দিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক ফেসবুক পেজ, দুটি মোবাইল ফোন, একটি বেসরকারি ব্যাংকের তিনটি চেক বই, এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকে টাকা জমার রশিদ ও কোম্পানির মানি রিসিট উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান জানান, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস টিমে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আজহারুল ইসলাম ওরফে লিখন (২৪) ডব্লিউএল বিল্ডিং ম্যাটেরিয়াল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ২০২০ সাল থেকে এই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নির্মাণসামগ্রী বিক্রির আড়ালে প্রতারণা করে আসছে। একাধিক পেজ ব্যবহার করে ক্রেতাদের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে সিআইডি।
আটক আজহারুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সিআইডির এ কর্মকর্তা।

ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে নির্মাণসামগ্রী বিক্রির নামে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সংস্থাটি বলছে, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে নির্মাণসামগ্রী বিক্রি করতেন ওই ব্যক্তি। এরপর টাকা হাতিয়ে নিয়ে আইডি ব্লক করে দিতেন। এমন একাধিক অভিযোগের ভিত্তিতে সিআইডির সাইবার পুলিশ অনুসন্ধান শুরু করে। পরে অভিযান চালিয়ে প্রতারক আজহারুল ইসলাম ওরফে লিখনকে (২৪) আটক করা হয়।
আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে ময়মনসিংহ জেলার সদর থানার বিদ্যাগঞ্জ বাজার এলাকা থেকে লিখনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন নামে নির্মাণসামগ্রী বিক্রির পোস্ট ও বিজ্ঞাপন দিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক ফেসবুক পেজ, দুটি মোবাইল ফোন, একটি বেসরকারি ব্যাংকের তিনটি চেক বই, এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকে টাকা জমার রশিদ ও কোম্পানির মানি রিসিট উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান জানান, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস টিমে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আজহারুল ইসলাম ওরফে লিখন (২৪) ডব্লিউএল বিল্ডিং ম্যাটেরিয়াল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ২০২০ সাল থেকে এই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নির্মাণসামগ্রী বিক্রির আড়ালে প্রতারণা করে আসছে। একাধিক পেজ ব্যবহার করে ক্রেতাদের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে সিআইডি।
আটক আজহারুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সিআইডির এ কর্মকর্তা।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৯ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১০ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে