প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ মো. কাওছার আলী (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ তাঁকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার আমড়াখালী গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
আজ দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল থেকে রাজবাড়ী ট্রাফিক বিভাগের সার্জেন্ট শাহীন আলম দৌলতদিয়া ঘাটে যানজট নিরসনে কর্মরত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক সার্জেন্ট শাহীন আলম জানতে পারেন একটি পিকআপ ভ্যানে করে মাদক ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে সেখানে অভিযান পরিচালনা করার নির্দেশ পান।
দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক বিভাগের এ. টি. আই ও ট্রাফিকসহ সার্জেন্ট শাহীন আলম সাড়ে ১০টার দিকে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে একটি নেভি নীল রঙের পিকআপ ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার চেষ্টাকালে থামতে বলা হয়। পুলিশ দেখে চালক গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত জনগণের সামনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে পিকআপের সিটের পেছনে ফেনসিডিল থাকার কথা স্বীকার করেন। উপস্থিত সকলের সামনে পিকাপের সিটের পেছন থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল ও পিকআপ ভ্যানসহ মাদক ব্যবসায়ীকে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাজবাড়ী ট্রাফিক বিভাগের সার্জেন্ট শাহীন আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পিকআপ সহ ১৯৬ বোতল ফেনসিডিল আটক করে। পরে আটককৃত ব্যক্তিকে মাদক ও আলামতসহ গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

রাজবাড়ীর গোয়ালন্দে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ মো. কাওছার আলী (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ তাঁকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার আমড়াখালী গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
আজ দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল থেকে রাজবাড়ী ট্রাফিক বিভাগের সার্জেন্ট শাহীন আলম দৌলতদিয়া ঘাটে যানজট নিরসনে কর্মরত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক সার্জেন্ট শাহীন আলম জানতে পারেন একটি পিকআপ ভ্যানে করে মাদক ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে সেখানে অভিযান পরিচালনা করার নির্দেশ পান।
দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক বিভাগের এ. টি. আই ও ট্রাফিকসহ সার্জেন্ট শাহীন আলম সাড়ে ১০টার দিকে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে একটি নেভি নীল রঙের পিকআপ ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার চেষ্টাকালে থামতে বলা হয়। পুলিশ দেখে চালক গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত জনগণের সামনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে পিকআপের সিটের পেছনে ফেনসিডিল থাকার কথা স্বীকার করেন। উপস্থিত সকলের সামনে পিকাপের সিটের পেছন থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল ও পিকআপ ভ্যানসহ মাদক ব্যবসায়ীকে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাজবাড়ী ট্রাফিক বিভাগের সার্জেন্ট শাহীন আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পিকআপ সহ ১৯৬ বোতল ফেনসিডিল আটক করে। পরে আটককৃত ব্যক্তিকে মাদক ও আলামতসহ গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে