ঢামেক প্রতিবেদক

অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত সুতা চুরি করার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক অফিস সহায়ককে হাতেনাতে আটক করেছে র্যাব।
আজ রোববার বেলা ২টার দিকে হাসপাতালের বাগান গেট থেকে একটি কালো ব্যাগভর্তি সুতাসহ আব্দুল হাকিম (৪০) নামে ওই কর্মচারীকে আটক করা হয়। পরে তাঁকে র্যাব-৩-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, আব্দুল হাকিম হাসপাতালের ২১৪ নম্বর সার্জারি ওয়ার্ডে কাজ করেন। তিনি বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘আজ হাসপাতালের এক কর্মচারীকে সুতার প্যাকেটসহ আটক করেছে র্যাব। এ সুতা রোগীদের অপারেশনের সেলাই করার কাজে ব্যবহৃত হয়। এর আগেও আমাদের নিজস্ব উদ্যোগে এমন অনেককে ধরে পুলিশে দেওয়া হয়েছে।’
পরিচালক বলেন, ‘এসব কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই হাসপাতাল অপরাধমুক্ত থাকুক। মুষ্টিমেয় লোক এই অপকর্মের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও এ বিষয়ে সচেতন আছি।’
এ ব্যাপারে র্যাব-৩-এর সিইও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে রোগীদের জন্য ব্যবহৃত ২৪ বাক্স সুতাসহ এক কর্মচারীকে আটক করা হয়েছে। যার বাজারমূল্য আড়াই লাখ টাকা। হাসপাতালের ওয়ার্ড থেকে কালো একটি ব্যাগে করে ওই সুতা বাইরে নিয়ে যাচ্ছিলেন তিনি। এই ঘটনায় তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করবে।’
এ বিষয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির (ঢামেক) সাধারণ সম্পাদক মো. শিপন মিয়া বলেন, ‘আমাদের সংগঠনের নেতা হাসপাতাল থেকে সুতা চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমাদের সংগঠনের নেতাদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে মিটিং ডাকা হয়েছে। অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত সুতা চুরি করার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক অফিস সহায়ককে হাতেনাতে আটক করেছে র্যাব।
আজ রোববার বেলা ২টার দিকে হাসপাতালের বাগান গেট থেকে একটি কালো ব্যাগভর্তি সুতাসহ আব্দুল হাকিম (৪০) নামে ওই কর্মচারীকে আটক করা হয়। পরে তাঁকে র্যাব-৩-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, আব্দুল হাকিম হাসপাতালের ২১৪ নম্বর সার্জারি ওয়ার্ডে কাজ করেন। তিনি বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘আজ হাসপাতালের এক কর্মচারীকে সুতার প্যাকেটসহ আটক করেছে র্যাব। এ সুতা রোগীদের অপারেশনের সেলাই করার কাজে ব্যবহৃত হয়। এর আগেও আমাদের নিজস্ব উদ্যোগে এমন অনেককে ধরে পুলিশে দেওয়া হয়েছে।’
পরিচালক বলেন, ‘এসব কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই হাসপাতাল অপরাধমুক্ত থাকুক। মুষ্টিমেয় লোক এই অপকর্মের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও এ বিষয়ে সচেতন আছি।’
এ ব্যাপারে র্যাব-৩-এর সিইও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে রোগীদের জন্য ব্যবহৃত ২৪ বাক্স সুতাসহ এক কর্মচারীকে আটক করা হয়েছে। যার বাজারমূল্য আড়াই লাখ টাকা। হাসপাতালের ওয়ার্ড থেকে কালো একটি ব্যাগে করে ওই সুতা বাইরে নিয়ে যাচ্ছিলেন তিনি। এই ঘটনায় তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করবে।’
এ বিষয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির (ঢামেক) সাধারণ সম্পাদক মো. শিপন মিয়া বলেন, ‘আমাদের সংগঠনের নেতা হাসপাতাল থেকে সুতা চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমাদের সংগঠনের নেতাদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে মিটিং ডাকা হয়েছে। অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে